বাংলা

চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের নামতালিকা প্রকাশ

CMGPublished: 2022-10-03 17:36:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কানসু প্রদেশের চাংইয়ে শহরের সুনান জেলার মিংহুয়া স্কুলের শিক্ষক আন ওয়েন চুন গত ৩০ বছরে ৪টি স্কুলে শিক্ষকতার কাজ করেছেন। তিনি পশুপালন এলাকার বাচ্চাদের শিক্ষায় ব্যাপক অবদান রেখেছেন। তাঁর সাহায্যে পশুপালন এলাকার বাচ্চাদের পড়াশোনার অভ্যাস তৈরি হয়েছে, মানসিক স্বাস্থ্য উন্নত হয়েছে। তিনি তাদের সুন্দরভাবে গড়ে ওঠার স্বার্থে বিভিন্ন কোর্স চালু করেন। চীনের সংখ্যালঘু জাতির বাচ্চাদের সার্বিক উন্নয়নে এটি ছিল ইতিবাচক ভুমিকা।

শাংহাই মহানগরের বিশেষ শিক্ষা স্কুলের প্রেসিডেন্ট, শিক্ষিকা চৌ মেই ছিন টানা ৩৫ বছর ধরে প্রতিবন্ধী শিশুদের যত্ন নিচ্ছেন। প্রতিবন্ধী বাচ্চাদের দুঃখ ও সুখ তিনি আন্তরিকভাবে অনুভব করেন। তাঁর সাহায্যে অনেক প্রতিবন্ধী বাচ্চা সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শিক্ষক চৌ’র জন্য এটা বেশ তাত্পর্যপূর্ণ।

ছোংছিং মহানগরের নতুন যুগের কৃষকরা গ্রামাঞ্চলের পুনরুজ্জীবনের অন্যতম চালিকাশক্তি

২০১৫ সালে চীনের ছোংছিং মহানগরের ফেংতু জেলায় সিয়ানন্যুহু উপজেলায় বিশেষ কৃষি উদ্যান গড়ে ওঠে। তখন থেকে অনেক যুবক কৃষক এখানে আসেন এবং তাদের প্রচেষ্টায় স্থানীয় কৃষি উদ্যানের ব্যাপক উন্নয়ন ঘটে।

ফেংতু জেলার নতুন কৃষিপ্রযুক্তি উদ্যানে নতুন প্রজন্মের কৃষক হৌ চুন এবং ওয়াং হ্য সিং সংবাদদাতাদের জন্য বিভিন্ন প্লাস্টিক তাঁবুতে চাষ করা শাকসবজির তথ্যপরিচয় তুলে ধরেন। এখানে ১৭০টিরও বেশি ফল গাছ, মিনি সাইজের তরমুজ ও স্ট্রবেরি বাগান রয়েছে। এখন আর এখানকার কৃষিকাজ প্রাকৃতিক পরিবেশ ওপর নির্ভরশীল নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে অনেকটাই প্রাকৃতিক পরিবেশের প্রভাবমুক্ত।

যুবক হৌ চুন আগে ব্যবসা করতেন। আর ওয়াং হ্য সিংয়ের পাহাড়াঞ্চলে শাকসবজি চাষের অভিজ্ঞতা আছে। দু’জন যৌথভাবে গ্রামাঞ্চলের উন্নয়নে নিজেদের অবদান রাখতে আগ্রহী হন। সিয়ানন্যুহু উপজেলা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। তাই দর্শনীয় স্থান হিসেবে এটি সুবিখ্যাত। স্থানীয় পাহাড়াঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে শানতুং প্রদেশের কৃষিবিশেষজ্ঞদের দলের সাহায্যে শাকসবজি চাষাবাদ ও চারার প্রজনন ঘাঁটি নির্মিত হয়েছে এখানে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানা, হোটেল ও পর্যটন বাগানের সাথে সহযোগিতা করে কৃষিপণ্যের সরবরাহ চেইন নিশ্চিত করা হয়েছে। তাদের কৃষি উদ্যানে মোট ৭ কোটিরও বেশি ইউয়ান অর্থায়ন করা হয়েছে এবং স্থানীয় ৪০০টিরও বেশি কৃষক পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn