বাংলা

চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের নামতালিকা প্রকাশ

CMGPublished: 2022-10-03 17:36:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের ১০ই সেপ্টেম্বর ছিল চীনের শিক্ষক দিবস এবং ঐতিহ্যিক মধ্য-শরত্ উত্সব। চীনাদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি, শিক্ষক হচ্ছে আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় ব্যক্তি। সেরা শিক্ষকের সাহায্যে বাচ্চাদের সঠিক মূল্যবোধ গড়ে ওঠে। বাচ্চারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করে থাকে। শিক্ষকরা মানবজাতির উন্নয়নে অতুলনীয় ভুমিকা পালন করে থাকেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চীনের বিভিন্ন স্কুলের সেরা শিক্ষকদের নামতালিকা প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে প্রিস্কুল থেকে কারিগরি শিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় স্থান পেয়েছেন মোট ১২ জন শ্রেষ্ঠ শিক্ষক।

চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুন চেং ল্যু টানা ৪০ বছর ধরে শিক্ষকতার কাজ করে আসছেন। তাঁর রচিত ‘দার্শনিক তত্ত্ব’ গ্রন্থটি এ পর্যন্ত ১০ বার প্রিন্ট হয়েছে। এ বই চীনের উচ্চশিক্ষা খাতে অপরিহার্য পাঠ্যপুস্তকে পরিণত হয়েছে। শিক্ষক সুনের দৃষ্টিতে দার্শনিক শিক্ষা শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। নিজের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমার মেজর দর্শন এবং মার্ক্সবাদী দর্শনের গবেষণা ও সর্বজনীনতা আমার মূল কাজ।’ যদিও অধ্যাপক সুনের বয়স ৭০ বছরেরও বেশি, তবে তিনি এখনও বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের জন্য ক্লাস নেন এবং সেরা শিক্ষার্থীদের প্রশিক্ষণে নিজের অবদান রেখে চলেছেন। কার্ল মার্ক্স তাঁর দৃষ্টান্ত। তিনিও মার্ক্সের মতো মানবজাতির উন্নয়নে নিজের অবদান রাখার চেষ্টা করেন।

সিনিয়র শিক্ষক হিসেবে অধ্যাপক সুন টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে দর্শনের ক্লাস নিচ্ছেন এবং জুনিয়র শিক্ষক কুও সিয়াও ফাং নতুন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মাঝে মতাদর্শগত ও রাজনৈতিক জ্ঞান বিতরণ করে আসছেন। চীনের হুনান প্রদেশের ছাংশা শহরের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে, কুও সিয়াও ফাং হুনান প্রদেশের অনলাইন ক্লাসের দায়িত্বশীল শিক্ষক। তিনি ছাত্রছাত্রীদের জন্য মোট ৬০০টিরও বেশি সাপোর্টিং পেপার রচনা করেছেন, যা হুনান প্রদেশের ২৮ হাজারেরও বেশি স্কুলে ব্যবহার করা হয়।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn