বাংলা

চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের নামতালিকা প্রকাশ

CMGPublished: 2022-10-03 17:36:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হারবিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং শি এ্য-র বয়স ৯০ বছরের বেশি। বয়স্ক হলেও তিনি সবসময় ক্লাসে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পড়ান। যখন তিনি ৯০তম জন্মদিন পালন করেন, তখন তিনি আশা প্রকাশ করেন যে, যুব শিক্ষার্থীরা দেশের সমুদ্র কর্তব্যের জন্য আরো বেশি অবদান রাখবে। চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ কাং শাও চুং গত শতাব্দীর ৯০-এর দশক থেকে কৃষি খাতে কার্যকর জল প্রয়োগ নিয়ে গবেষণাকাজ শুরু করেন। চীনের বিভিন্ন খরাপ্রবণ এলাকায় কৃষির মৃত্তিকা ও জল প্রকৌশলের পরীক্ষাগার চালু করেন তিনি। চীনের জল গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি। শিক্ষাবিদ থাংয়ের গবেষণায় চীনের কৃষি খাতের জল সাশ্রয় প্রযুক্তিতে বার্ষিক ১ বিলিয়ন কিউবিক মিটার পানি সাশ্রয় হয়। উত্তর-পশ্চিম চীনের খরাপ্রবণ এলাকায় মরুদ্যান গঠন করা তাঁর মূল উদ্দেশ্য।

চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরের পুখৌ এলাকার শিক্ষা গ্রুপের প্রেসিডেন্ট শিক্ষক ইয়াং রুই ছিং টানা ৪০ বছর ধরে তৃণমূলের গ্রামাঞ্চলে শিক্ষা খাতের উন্নয়নে অবদান রেখে আসছেন। তাঁর নিরলস প্রয়াসে সিংচি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়। একটি গ্রামীণ প্রাথমিক স্কুল এখন আধুনিক শিক্ষা ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানে প্রিস্কুল থেকে মাধ্যমিক স্কুল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বাধ্যতামূলক শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

আনহুই প্রদেশের লুআন শহরের হুওছিউ জেলার মাধ্যমিক স্কুলের প্রেসিডেন্ট ইয়াং মিং শেংয়ের জন্মস্থান দরিদ্র ও পিছিয়ে পড়া জায়গায়। তবে টানা ৩০ বছর ধরে তিনি, আকর্ষণীয় বেতনের অফার নাকচ করে, জন্মস্থানের শিক্ষা খাতের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও নিজের শরীরের অবস্থা তেমন একটা ভালো না, ক্যান্সারে আক্রান্ত তিনি, তবে তিনি কখনও জন্মস্থান ত্যাগ করেননি। তাঁর অবদান ও সংগ্রাম স্থানীয় বাসিন্দাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn