বাংলা

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সাফল্য ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-08-29 17:34:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালে চীন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুণগত মানসম্পন্ন খেলোয়াড় ভর্তির বিষয়ে নির্দেশনা প্রকাশ করে। ২০২৪ সালের পর গুণগত মানসম্পন্ন খেলোয়াড়দের লিখিত পরীক্ষার মানও উন্নত হবে। এর মানে কেবল খেলাধুলায় ভালো করলেই চলবে না, তাদেরকে লেখাপড়ার ওপরও গুরুত্ব দিতে হবে।

নতুন নীতিমালার সমন্বয় বাস্কটেবল খেলোয়াড়দের জন্য নতুন চ্যালেঞ্জ বলা যায়। অনেকে মনে করেন, ভালোভাবে বাস্কেটবল খেলা এবং পড়াশোনা করা খুবই কঠিন ব্যাপার। এ সম্পর্কে সিবিএ’র চেচিয়াং ছৌচো ব্যাংক ক্লাবের প্রধান ফাং জুন মনে করেন, বাস্কেটবল খেলা ও প্রশিক্ষণে সমন্বয় করার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে সিবিএ’র জন্য পেশাদার খেলোয়াড় বেছে নেওয়া খুবই কঠিন। কারণ, বিশ্ববিদ্যালয়ের সময় খেলোয়াড়দের বয়স ২৩ বছর বা তারচেয়ে বেশি থাকে। তাই সিবিএ-তে প্রবেশের ক্ষেত্রে তাদের শারীরিক অবস্থার ক্ষেত্রে নতুন করে অগ্রগতি অর্জন খুবই মুশকিল। যদি আরো আগে থেকে সিবিএ-তে আসার সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে পেশাদার সেরা খেলোয়াড় সৃষ্টিতে তা সহায়ক হবে।

তা ছাড়া, প্রশিক্ষণের মানের কথা বিবেচনা করলে, বিশ্ববিদ্যালয় ও পেশাদার ক্লাবের মধ্যে ব্যবধান বিস্তর। তাই যত আগে পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করা যাবে, খেলোয়াড়দের জন্য তত ভালো।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn