বাংলা

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সাফল্য ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-08-29 17:34:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের চিয়াংসু প্রদেশের একটি পেশাদার বাস্কেটবল ক্লাবের ব্যবস্থাপনা-পরিচালক শি লিন চিয়ে বলেন, গত কয়েক বছরে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাস্কেটবল দল তাদের ক্লাসের পেশাদার বাস্কেটবল খেলোয়াড়দের সাথে কয়েক দফা প্রতিযোগিতা করেছে। তখন ক্লাবের খেলোয়াড়রা প্রধানত যুব খেলোয়াড়। কিন্তু এ অবস্থায়ও দু’পক্ষের সামর্থ্য প্রায় সমান বলা যায়।

এবার বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল লীগের প্রতিযোগিতায় কুয়াংচৌ শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলও ব্যাপক দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। কারণ, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ফাইনাল প্রতিযোগিতায় তাদের খেলোয়াড়রাও চমত্কার দক্ষতা দেখিয়েছে। যদিও শেষ দিকে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে দলটি দ্বিতীয় হয়েছে, তবে তাদের চমত্কার পারফরমেন্স ছিল দেখার মতো।

তা ছাড়া, কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের কোচদের অনেকে অভিজ্ঞ। কুয়াংতুং প্রদেশের বাস্কেটবল খেলার পরিবেশ বেশ ভালো। এখানে প্রদেশ পর্যায় থেকে শহর পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফলে, কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্র-খেলোয়াড়রা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এতে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।

আসলে খেলোয়াড়দের মানসিক অবস্থার সাথে তাদের প্রতিযোগিতার অভিজ্ঞতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিলে অবশ্যই দক্ষতা বাড়ে এবং বিভিন্ন প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা বাড়ে। শুধু কোচের অধীনে মাঠে প্রশিক্ষণ নিলেই হবে না।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা চীনের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে। তবে, কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্র-খেলোয়াড়দের অধিকাংশই কুয়াংতুংবাসী। এর মধ্যে তুংকুয়ান শহরের ছাত্র আবার সবচেয়ে বেশি।

এ সম্পর্কে শেনচেন বাস্কেটবল ক্লাসের উপ-ব্যবস্থাপনা পরিচালক লু জুন বলেন, কুয়াংতুং প্রদেশের বাস্কেটবল খেলার পরিবেশ ভালো, প্রতিযোগিতার সংখ্যা বেশি। তাই কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার অভিজ্ঞতাও সমৃদ্ধ। এখানে মাধ্যমিক স্কুল থেকে পেশাদার বাস্কেটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বাছাইয়ের কাজ শুরু হয়। তাই বলা যায়, তুংকুয়ান শহরের অনেক মাধ্যমিক স্কুল বাস্কেটবলে ভালো। তা ছাড়া, বিভিন্ন স্কুল কুয়াংতুং প্রদেশের সিবিএ ক্লাসের সাথে সহযোগিতা করে থাকে। তাই যারা ক্যাম্পাসে ভালো বাস্কেটবল খেলে, তারা ক্লাবে প্রশিক্ষণ নিতে পারে। মোদ্দাকথা, কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের দক্ষতার সাথে প্রশিক্ষণের সমৃদ্ধ পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn