বাংলা

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সাফল্য ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-08-29 17:34:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, গত জুলাই মাসের শেষ দিকে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাস্কেটবল লীগ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষ হয়েছে। চীনের পুরুষদের ‘বাস্কেটবল পেশাদার লীগ (সিবিএ), ২০২২’-এর শীর্ষ নতুন খেলোয়াড় ওয়াং লান ছিনের নেতৃত্বে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল টানা তৃতীয় বারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আজকের আসরে আমরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ সম্পর্কে মূলত কিছু তথ্য তুলে ধরব।

২০২২ সালে সিবিএ যেই ২০ জন নতুন খেলোয়াড় নির্বাচন করে তাদের মধ্যে ১২ জনই বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল লীগ প্রতিযোগিতার খেলোয়াড়। তাতে বোঝা যায়, চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ-কার্যক্রম বেশ সফল। বাস্কেটবল খেলা ও প্রশিক্ষণের গভীর সংমিশ্রণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রীড়া খাতেও তুমুল প্রতিযোগিতা অব্যাহত আছে। এখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসছে।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ বাস্কেটবল দল তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক লিউ পো কোচ ও খেলোয়াড়দের সাথে তা উদযাপন করেন।

গত ৩ বছরের মধ্যে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ বাস্কেটবল দল টানা তিন বার এবং নারী বাস্কেটবল দল টানা দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এটি চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্কেটবল লীগ প্রতিযোগিতার ইতিহাসে খুবই আকর্ষণীয় ব্যাপার। এ সম্পর্কে লিউ পো বলেন, “যদিও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তবে এ সাফল্য অর্জন করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। পুরুষদের বাস্কেটবল ফাইনাল ছিল অনেক উত্তেজনাময় ও চমত্কার। আসলে আমাদের পরাজয়ের আশঙ্কা ছিল কম। আর নারীদের বাস্কেটবল ফাইনাল প্রতিযোগিতায় টানা তিন বছর ধরে বেইজিং নোর্মল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে আসছে। এবার তাদের দলের প্রধান খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ছিলেন। ফলে, আমরা সৌভাগ্যক্রমে চ্যাম্পিয়ন হয়েছি। তাই বলা যায়, পুরুষ বা নারীদের ফাইনালে আমাদের চ্যাম্পিয়নশীপ কোনো নিশ্চিত বিষয় নয়। ভবিষ্যতে আমাদের দক্ষতা বাড়াতে আরও প্রচেষ্টা চালাতে হবে।”

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn