বাংলা

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সাফল্য ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-08-29 17:34:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিক্ষক লিউ মনে করেন, চীনের বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল খেলার পরিবেশ ভালো। খেলার আকর্ষণ বেড়েছে। তাই পেশাদার বাস্কেটবল লীগ প্রতিযোগিতাও সুষ্ঠুভাবে চলছে ও খেলার মানও উন্নত হচ্ছে। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ বাস্কেটবল দলের নতুন প্রশিক্ষক আসার পর প্রতিযোগিতার মানও ব্যাপকভাবে উন্নত হয়েছে। বাস্কেটবল দলের কোচ বেশ দক্ষ ব্যক্তি। ২০১৬ সালে কোচ ওয়াং ত্য লি’র সাহায্যে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ বাস্কেটবল দল চ্যাম্পিয়ন হয়। তবে কোচ ওয়াংয়ের বয়স হওয়ায় তিনি অবসর নেন ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। বাস্কেটবল দলের নতুন যুব কোচ হন ছেন লেই ওয়াং। কোচ ছেন বেইজিং পেশাদার বাস্কেটবল দলের খেলোয়াড় ছিলেন। তাঁর নেতৃত্বে আরও দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ছিংহুয়া’র ছেলেরা। বিশ্ববিদ্যালয়ের নেতাদের সমর্থনও সবসময় ছিল। নারী ও পুরুষ বাস্কেটবল দলের কোচের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। কোচ, সহকারী কোচ, আর চিকিত্সকরা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ পর্যায়ের বাস্কেটবল লীগে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ খেলোয়াড়দের পারফরমেন্স অন্যদের জন্য অনুপ্রেরণার বিষয়। কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের সাথে ফাইনালে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পেছনে মূলত কাক করেছে খেলোয়াড়রা উচ্চতা ও বিকল্প খেলোয়াড়ের পর্যাপ্ততা। একজন সিনিয়র কোচ বলেন, টানা ৭ বছর ধরে বাস্কটেবল লীগের ফাইনালে উঠছে ও চ্যাম্পিয়ন হচ্ছে ছিংহুয়া বা পিকিং বিশ্ববিদ্যালয়। এ থেকে বোঝা যায়, এ প্রতিষ্ঠানগুলো খেলোয়াড়-শিক্ষার্থী ভর্তির সময় উপযোগী ও শ্রেষ্ঠ খেলোয়াড়দেরই বেছে নেয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াদলে বিকল্প খেলোয়াড়দের সংখ্যা ৭ থেকে ৮ জন। অথচ ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন প্রধান খেলোয়াড় ছাড়াও আরও অনেক বিকল্প খেলোয়াড় রয়েছে। আগামী কয়েক বছরও ছিংহুয়া বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হবে—এমন আশা করা যায়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn