বাংলা

চীনের তাইওয়ান প্রদেশের স্বেচ্ছাসেবক কর্মীদের সাইকেল-যাত্রা

CMGPublished: 2022-08-08 16:39:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উহান শহরের শিশু গ্রন্থাগারে মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী লিউ ফেং ক্য ক্যালিগ্রাফি চর্চা করে। তার টেবিলে কয়েকটি বিদেশি লেখকের সুবিখ্যাত উপন্যাসও রয়েছে। এ গ্রীষ্মকালীন ছুটিতে ভালো করে চীনা অক্ষর লেখা এবং শ্রেষ্ঠ উপন্যাস পড়ার পরিকল্পনা করেছে মেয়ে লিউ।

জুলাই মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন প্রদেশের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় এবং সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ছুটি চলতে থাকবে। এই দেড় মাসে অনেক কিছুই করা সম্ভব। চীনের লিয়াওনিং প্রদেশের ছাওইয়াং শহরের লুংছেং এলাকার ছাংচিয়াংলু প্রাথমিক স্কুলে গ্রীষ্মকালীন ছুটিতে বাচ্চাদের দেখাশোনার বিশেষ ক্লাস চালু হয়েছে। এভাবে যাদের বাবা-মা অফিস করেন এবং পরিবারে বাচ্চাদের দেখাশোনার লোক নেই, এমন বাচ্চাদের স্কুলে বিশেষ যত্ন নেওয়া হয়। বাচ্চারা স্কুলে বিভিন্ন নান্দনিক ক্লাসে অংশ নেয়। স্কুলের প্রেসিডেন্ট ফাং চেন বলেন, স্কুলের এ বিশেষ ক্লাসে রোলার স্কেটিং, মাশাল আর্ট, নৃত্যসহ ১০টিরও বিষয় শেখানো হয়। এ ক্লাস চালু হওয়ায় পিতামাতার উদ্বেগ ও চাপ কমেছে। বাচ্চারাও তাদের গরমের ছুটি কাটানোর সুন্দর সুযোগ পেয়েছে।

জানা গেছে, ভালভাবে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য বিভিন্ন প্রদেশের শিক্ষা বিভাগও সুবিধাজনক নীতি চালু করেছে এবং বাচ্চাদের সুখী ও নিরাপদ ছুটি নিশ্চিত করার চেষ্টা করেছে।

লিয়াওনিং প্রদেশের ছাওইয়াং শহরের কিশোর-কিশোরী প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক কাও আই সিয়া বলেন, ‘দ্বৈত হ্রাস নীতি’ চালুর পর বাচ্চাদের জন্য গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ প্রশিক্ষণ ক্লাস চালু হয়েছে। চীনা মাটি, দুধ চা তৈরি, বেকিং, বাড়িঘর পরিষ্কার ও স্টোরেজসহ ২০টিরও বিষয়ে বাচ্চারা প্রশিক্ষণ নিতে পারে।

সুন্দর ও মজাদার ছুটি কাটানো সম্পর্কে বেইজিং নর্মল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিয়ান জি লিয়াং বলেন, গ্রীষ্মকালীন ছুটির শুরুতে বাবা-মার উচিত বাচ্চার সাথে পরামর্শ করা। ছুটিতে তাদের জন্য পড়াশোনা ও খেলাধুলার পরিকল্পনা একসাথে তৈরি করে ভালো। এভাবে বাচ্চারা ছুটির সময়ে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা পেতে পারে। পরিকল্পনামাফিক কাজ করার অভ্যাস তাদের মধ্যে গড়ে উঠতে পারে, যা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ছুটির মধ্যেও সময়মতো ঘুম থেকে ওঠা, খাবার খাওয়া ও শরীরচর্চার অভ্যাস অতি গুরুত্বপূর্ণ। বাচ্চাদের ছুটি যেন সুশৃঙ্খল ও কার্যকর হয়, তা নিশ্চিত করা জরুরি। ছুটিতে খেলাধুলা, বই পড়া ও হোমওয়ার্ক করার জন্য আলাদা সময় থাকা উচিত।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn