বাংলা

চীনের ইয়ুননান প্রদেশের পাহাড়াঞ্চলের শিক্ষক ইয়াং জিং তিয়ানের গল্প

CMGPublished: 2022-06-20 15:28:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছেলে সিয়াও ইয়াং নিজের প্রিয় চাকরি পাওয়ার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সে কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং কয়েকবারের মতো সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে অংশ নিয়েছে। ফলে আইটি খাতের একটি পেশাদার সনদপত্র অর্জন করেছে সে। গত বছরের ডিসেম্বর মাসে সে প্রথমবারের মতো নিজের সিভি প্রিয় কোম্পানিতে জমা দেয়। মাত্র দুই দিন পর কোম্পানির এইচআর বিভাগের দায়িত্বশীল ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন এবং বিনাপরীক্ষায় তার জন্য ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করেন। যদি সুষ্ঠুভাবে ইন্টার্নশিপ শেষ করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপত্র পাওয়ার পর সে কোম্পানিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারবে। এ সম্পর্কে সিয়াও ইয়াং বলল, ‘আমার যথেষ্ঠ প্রস্তুতি আছে। তাই সুযোগ আসায় তা ধরতে পেরেছি। সেটি অতি গুরুত্বপূর্ণ।’

চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের জরিপ, ২০২২’ থেকে জানা গেছে, অনেক স্নাতক শিক্ষার্থীর দৃষ্টিতে চাকরি খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার। চীনের ১০০টি পেশার তালিকা অনুসারে, সেলসম্যান, রেস্তোরাঁর পরিসেবক, শপিং মলের কেরানি এবং নিরাপত্তারক্ষীসহ কয়েকটি পেশার চাহিদা বেশি। তবে সেগুলো বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের পছন্দের চাকরি নয়।

শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য সঠিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া প্রয়োজন। এ সম্পর্কে কুয়াংসি বিশ্ববিদ্যালয়ের সংবাদ একাডেমির কর্মসংস্থান বিভাগের শিক্ষক লিউ বলেন, “এ সেমিস্টারে আমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের পরামর্শ ক্লাস নিয়েছি। তাদের মধ্যে পরিচালিত জরিপ থেকে জানতে পেরেছি, অনেক শিক্ষার্থীর চাকরির জন্য কোনো অভিজ্ঞতা নেই, তাই কর্মসংস্থানের ব্যাপারে স্পষ্ট ধারণাও নেই। এমন শিক্ষার্থীরা সহজে অন্যদের মতো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সঠিক ধারণা দিতে স্নাতক শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাই আমরা, যারা ইতোমধ্যে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, তাদের মতামত শোনার সুযোগও করে দিই। এভাবে তারা কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে।”

অনেকে স্নাতক হওয়ার পর বড় শহরে থাকার চেষ্টা করে। তবে বড় শহরে প্রতিযোগিতাও বেশি। তাই যাদের দক্ষতা একটু কর্ম, তারা মাঝারি পর্যায়ের শহরে গিয়ে সহজে ভালো চাকরির সুযোগ পেতে পারে।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা এ পর্যন্ত । আপনারা আমাদের অনুষ্ঠান সময় মতো শুনতে না পারলে আমাদের ওয়েবসাইটে শোনা যায়,আমাদের ওয়েবসাইট ঠিকানা Bengali.cri.cn,ফেসবুক আকাউন্ট CRIbangla থেকেও প্রতি সোমবার আমাদের অনুষ্ঠান শোনা যায়।তাহলে এবার বিদায় নিচ্ছি,সবাই ভালো থাকুন,সুন্দর থাকুন,আগামী সপ্তাহের একই দিনের একই সময় আবার কথা হবে,যাইচিয়ান।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn