বাংলা

শখকে পেশা হিসেবে নেবার সুযোগ

CMGPublished: 2022-02-28 14:14:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছেলে জু আও ইয়ু এ পর্যন্ত ৪০০টিরও বেশি ছোট ভিডিও শুটিং করেছে এবং অনলাইনে মোট ১০ কোটিরও বেশি লাইক পেয়েছে। এখন তার ভিডিও বানানোর দক্ষতা অনেক উন্নত হয়েছে। ভিডিও বানানোর অভিজ্ঞতা সারাংশ করে ছেলে জু বলে, দর্শকরা বাস্তব ও হাল্কা জীবনসংশ্লিষ্ট ভিডিও বেশ পছন্দ করেন। তাই তার ভিডিও প্রধানত এমন বিষয় তুলে ধরার চেষ্টা করে। সাথে সাথে পিএস আর পিআরসহ বিভিন্ন স্ফটওয়ায়ের ব্যবহার করে ভিডিওতে অক্ষর ও সংগীত যুক্ত করে থাকে। নিউমিডিয়া ও প্ল্যাটফর্ম যুবকদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ প্রদান করেছে। ছেলে জু’র দৃষ্টিতে নিউমিডিয়ার ছোট ভিডিও নতুন বিষয়। যুবকরা নিউমিডিয়ায় কাজ করার পর ভিডিও এডিটিং বা প্ল্যাটফর্ম পরিচালনার অভিজ্ঞতা সংগ্রহ করতে পারে, সেটি বেশ ভালো একটি ব্যাপার।

ব্লগার ‘স্পুন ওয়াং’-য়ের দৃষ্টিতে নিউমিডিয়া ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অপেশাদার কর্মী হলেও ভিডিও তৈরির কাজে অংশ নিতে পারে। বর্তমানে মোবাইল ফোনের এপিপি সহজভাবে ব্যবহার করা যায়, যা কোনো কঠিন ব্যাপার নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হবে সৃজনশীলতা। এ সম্পর্কে সে বলল, নিউমিডিয়ায় কাজ করতে চাইলে সবসময় নতুন জিনিস শিখতে হবে। অন্যান্য অভিজ্ঞ ব্লগারদের কাছ থেকে সেরা অভিজ্ঞতা শিখা তার নিয়মিত কাজে পরিণত হয়েছে।

শখকে পেশায় পরিণত করার পথে বড় বাধা মাসিক বেতন। ৬৮.৩২ শতাংশ শিক্ষার্থী মনে করে, কেবল আগ্রহ থাকলেই নিজেদের শখকে পেশা হিসেবে নেওয়া সম্ভব নয়। কারণ, জীবনযাপনের বাস্তব চ্যালেঞ্জ ও মাসিক বেতনসহ বিভিন্ন উপাদান বিবেচনা করতে হবে। তা ছাড়া, নিউমিডিয়ায় কাজ করতে চাইলে সবসময় একই রকমের ভিডিও বা অনুষ্ঠান পোস্ট করে চলবে না। দর্শকরা কম সময়ের মধ্যে তাদের দেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাই এ কয়েকজন ব্লগার প্রায় একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন। কিভাবে নিয়মিত মজার ও আকর্ষণীয় ভিডিও বানানো যায়—এটা একটি কমন চ্যালেঞ্জ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn