বাংলা

শখকে পেশা হিসেবে নেবার সুযোগ

CMGPublished: 2022-02-28 14:14:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চেচিয়াং প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াং নান অনলাইনে উপন্যাস রচনা করেন। পিতামাতার পরামর্শে সে অ্যাকাউন্টিং বিভাগে ভর্তি হয়। তবে এ মেজরের প্রতি কোনো আগ্রহ নেই তার। ছুটির দিনে অনলাইনে উপন্যাস রচনা করা তার জন্য বেশ আকর্ষণীয় ব্যাপার। তার রচিত উপন্যাস অনলাইনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। পরে সে বন্ধুদের সাথে অনলাইনে একটি ব্লগ চালু করে। সে প্রতিদিন কিছু লেখার চেষ্টা করে এবং নিয়মিত পাঠকদের সাথে মতবিনিময় করে। অনলাইন লেখকের চাকরি সম্পর্কে সে বলল, ‘পাঠকদের সাথে কথাবার্তা বলতে আমার অনেক ভালো লাগে। যদি অনলাইনে উপন্যাস লেখা আমার চাকরি হয়, তা আমার জন্য বেশ খুশির ব্যাপার হবে।”

এবারের জরিপ থেকে জানা গেছে, প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী মনে করে, তাদের প্রিয় শখ যদি তাদের পেশা হয়, তবে সেটা হবে চমত্কার। এমন কাজ করার মাধ্যমে তারা কাজের আনন্দ পাবে। ৭১ শতাংশ শিক্ষার্থী নতুন পেশার প্রতি আগ্রহ প্রকাশ করেছে, ৫৫.৫৯ শতাংশ শিক্ষার্থী আরও নমনীয় ও স্বাধীন সময়সূচির কাজ করতে আগ্রহী।

কার্টুন চলচ্চিত্র নতুন প্রজন্মের যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন দেশের কার্টুন চলচ্চিত্রের জন্য ডাবিং-কাজও অনলাইনে প্রচলিত। মেয়ে লিউ ইং ইংয়ের কন্ঠ বেশ মিষ্টি। সে ভিন্ন কন্ঠ ও স্বর দিয়ে কার্টুন চলচ্চিত্রের চরিত্রে অভিনয় করে। তার কণ্ঠ নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে। ডাবিংয়ের কাজ করার পর তার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রদর্শনীতেও নিয়মিত তার কণ্ঠ শোনা যায়।

মেয়ে ও ইয়াং ছেন সিনের মুখ অনেক মিষ্টি। যদিও পেশাদার ডিজাইনার সে নয়, তবে অনলাইনে ব্লগার হিসেবে সে ছবি তোলে ও পোশাক ড্রেসিংসহ অনেক কৌশলগত বিদ্যা আয়ত্ব করেছে। বর্তমানে তার ব্লগারের ফলোয়ারের সংখ্যা ৫ লাখেরও বেশি। অনেক দর্শক তার ড্রেসিং পদ্ধতি থেকে নিজকে আরো সুন্দর করার পদ্ধতি শিখতে পেরেছে এবং তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn