৩২তম পূর্ব চীন মেলা প্রসঙ্গ
তাছাড়া, মেলাচলাকালে ক্রয়-বিক্রয়ের বিশেষ একটি এলাকা প্রতিষ্ঠিত হয় যেখানে ৬টি মুখোমুখি আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয় অন্য দিকে মেলার কর্মী ক্রেতাদের নিয়ে প্রদর্শকের স্টলে চলে আসে এবং তাদের মধ্যে সহযোগিতা বাস্তবায়ন করতে সাহায্য করে।
এবার পূর্ব চীন মেলায় প্রদর্শক আকর্ষণ করে আরও বেশি দেশ ও সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একদিকে, প্রস্তুতি পর্যায়ে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও জাপানসহ নানা দেশে বৈশ্বিক প্রচারণা অনুষ্ঠান আয়োজন করে এবং তারপর চীনে খ্য ছিয়াও ও ইউ দুটি জায়গায় প্রচারণা অনুষ্ঠান আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানে যথাক্রমে ১৩৩ ও ১৮৯ জন ক্রেতার যোগদান নিশ্চিত হয়। নানা পদ্ধতিতে দেশ-বিদেশের সহযোগিতা প্রসারিত করতে পূর্ব চীন মেলা পরিষদ হংকং বাণিজ্য উন্নয়ন ব্যুরো, যুক্তরাজ্য-চীন বাণিজ্য কমিটি, জাপান বাণিজ্য উন্নয়ন সংস্থা ও দক্ষিণ কোরিয়া বাণিজ্য কমিটি, সিঙ্গাপুর সাধারণ চীনা বণিক সমিতিসহ চীনে নিযুক্ত বিদেশি বাণিজ্যিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি শাংহাই রপ্তানি ও আমদানি বণিক সমিতি, শাংহাই শিল্প সহযোগিতা কমিটি, শাংহাই বাণিজ্য ইউনিয়নসহ নানা সংস্থার সঙ্গেও মেলার ব্যাপার নিয়ে কাজ করে।
আন্তঃসীমান্ত ই-বাণিজ্য এবার মেলার একটি হাইলাইট। মেলায় চীনের এবং আন্তঃসীমান্ত ই-বাণিজ্য উন্নয়নের নতুন পরিস্থিতি, সাফলতা প্রদর্শন করে। এবার মেলায় আন্তঃসীমান্ত ই-বাণিজ্য প্রদর্শনে রয়েছে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য প্ল্যাটফর্ম ও স্টেশন, সেবাকারী, শিল্পপার্ক ও শিল্পচেনসহ নানা বিষয়। পাশাপাশি আন্তঃসিমান্ত ই-বাণিজ্য সেমিনার ও আলোচনা সভাও মেলাচালাকালে অনুষ্ঠিত হয়। ভালমানের চীনা পণ্য বিদেশে রপ্তানি ও বিদেশের ভাল পণ্য চীনে আনতে ইন্টারনেট চ্যানেল খুলে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য।