বাংলা

৩২তম পূর্ব চীন মেলা প্রসঙ্গ

CMGPublished: 2024-03-06 18:57:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পূর্ব চীন রপ্তানি ও আমদানি মেলা, সংক্ষেপে পূর্ব চীন মেলা। এটি চীনে পোশাক, টেক্সটাইল ও হালকা শিল্প পণ্য বিষয়ক বৃহত্তম একটি বাণিজ্য মেলা। শাংহাই শহর, চিয়াং সু প্রদেশ, চেচিয়াং প্রদেশ, আনহুই প্রদেশ, ফুচিয়ান প্রদেশ, চিয়াং সি প্রদেশ, শাংনতুং প্রদেশ, নান চিং শহর ও নিং পো শহরসহ ৯টি প্রদেশ ও শহরের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বার্ষিক মেলা পূর্ব চীন মেলা। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ৩২ বারের মতো অনুষ্ঠিত হয়েছে মেলাটি। গেল ৩ দশকের উন্নয়নের মাধ্যমে এ মেলার পেশাদারিত্ব, বাজার ব্যবস্থাপনা ও বিশ্বপরিচিতি দিন দিন বাড়ছে। চীনে ক্যান্টন মেলার পর দ্বিতীয় বিখ্যাত আন্তর্জাতিক প্রভাবশালী ও আকর্ষণীয় একটি বৈদেশিক বাণিজ্যের মেলা পূর্ব চীন মেলা।

৩২তম পূর্ব চীন মেলা ১-৪ এপ্রিল শাংহাই নতুন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ মেলার আয়তন ১ লাখ ২৬ হাজার ৫০০ বর্গমিটার। চীনসহ বিশ্বের ১৪টি দেশ ও অঞ্চলের মোট ৩ হাজার ৪২২টি কোম্পানি এ মেলায় অংশ নেয়। এর মধ্যে বিদেশের প্রদর্শক ৩২৬টি। গত পূর্ব চীন মেলার তুলনায় এবার মেলার আয়তন ৩১.৩ হাজার বর্গমিটার বেশি। প্রদর্শনী কেন্দ্রের ১১টি প্যাভিলিয়নে পোশাক ও কাপড়, টেক্সটাইল, গৃহস্থালী পণ্য, সাজ-সজ্জা ও উপহার বিষয়ক চারটি শাখা প্রদর্শনী এবং বিদেশ ও আন্তঃসীমান্ত বাণিজ্যসহ দুটি পেশাদার প্রদর্শনী ছিলে এতে।

পূর্ব চীন মেলা এমন একটি জানালা যেখানে চীনের বৈদেশিক বাণিজ্যের অগ্রসরমানতা, নবায়ন, উন্নয়ন এবং ব্র্যান্ডের উন্নতি প্রদর্শিত হয়। পাশাপাশি এ মেলা যে বৈদেশিক বাণিজ্য উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে তাও বোঝা যায়।

অনেক বিখ্যাত কোম্পানি ও নতুন পণ্য এবার মেলায় এসেছে। এর একটি চিয়াং সু প্রদেশের একটি কোম্পানি এবার মেলায় পুনর্ব্যবহৃত ফাইবার ফ্যাব্রিক দিয়ে তৈরি মহিলাদের জ্যাকেট নিয়ে এসেছে। এটি বৃষ্টিরোধী, বায়ু চলাচলযোগ্য, উষ্ণ এবং হালকা। তা পরিবেশবান্ধব নতুন প্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ। জাপান ও দক্ষিণ কোরিয়া উচ্চমানের ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাবে বলে ধারনা করা যায়।

1234...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn