বাংলা

৩২তম পূর্ব চীন মেলা প্রসঙ্গ

CMGPublished: 2024-03-06 18:57:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অন্যদিকে সাজ-সজ্জাসংক্রান্ত ও উপহার প্রদর্শনীতে নিং পো শহরের একটি কোম্পানি নতুন পণ্য নিয়ে এসেছে– তা হলো আলাদা করা যায় এমন ডাবল সোফা। এ সোফা হালকা তবে নরম। সহজে ভাঁজ করা যায় বলে বাইরে নিয়ে যেতে সুবিধাজনক। কোনো পরিবার যখন ক্যাম্পিং করে তখন এমন সোফা নিয়ে যেতে পারে। পূর্ব চীন মেলায় চীনের ৯টি স্বাগতিক প্রদেশ ও শহর প্রতিনিধি দল নিজ নিজ অঞ্চল ও শহরের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে আসে।

আরও বেশি বিদেশি বাণিজ্য বিষয়ক কোম্পানিকে উদ্ভাবনে উৎসাহ দিতে ২২তম পূর্ব চীন মেলা থেকে উদ্ভাবন পুরস্কার বিতরণ শুরু হয়। এবার মেলায় ৪৭টি কোম্পানি এ পুরস্কার পেয়েছে এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ কোম্পানিগুলো মূলত প্রযুক্তি, বিদেশে বাজার প্রসারণ, নবায়ন ও সেবাসহ নানা দিক থেকে সামনের সারিতে রয়েছে বা লক্ষ্যণীয় সাফলতা অর্জন করেছে, যা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। এ সব কোম্পানি বৈদেশিক বাণিজ্যে ধারাবাহিক প্রযুক্তি, সেবা, মান ও নবায়ন ক্ষেত্রে উন্নত কোম্পানির দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নতুন পরিস্থিতিতে চীনা বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীলতা, প্রাণশক্তি ও প্রতিযোগিতার দক্ষতা প্রদর্শন করে।

আন্তর্জাতিক একটি বৈদেশিক বাণিজ্য বিষয়ক মেলা হিসেবে পূর্ব চীন মেলা একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে প্রদর্শক ও ক্রেতারা পরস্পরের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা করতে পারে।

মেলার আগে নানা অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে প্রচারণা অনুষ্ঠান আয়োজন করে পূর্ব চীন মেলার সংগঠকরা। কোম্পানি নিয়ে দেশে এবং দক্ষীণ কোরিয়া, জাপান, ব্রাজিল ও যুক্তরাজ্যসহ নানা দেশের প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়। পাশাপাশি ওয়াবসাইট, উইচ্যাট ও টিকটকসহ দেশবিদেশের সামাজিক যোগাযোগ তথ্যমাধ্যমে প্রচারণা করে পূর্ব চীন মেলা এবং নিজের ওয়াবসাইটে ভালো প্রদর্শক ও পণ্যের জন্য বিনামূল্যে প্রচারণা চালায়।

首页上一页12345...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn