বাংলা

চেংতু: চীনের একটি বৃহত্ স্মার্ট নগর

CMGPublished: 2023-03-15 17:18:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিমান, রেল, সাবওয়ে, বাস, সড়ক পথ, ট্যাক্সিসহ ১৫টি পরিবহন ক্ষেত্রের ডাটা নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে চেংতু। প্রতিদিন ৬০ কোটির বেশি নতুন ডেটা আপডেট হয়। পাশাপাশি, শহরের ৯২টি সংস্থা এর সব গতিশীল ডেটা দেখতে পারে, যা নানা বিভাগের সহযোগিতা ও সমন্বয়ে সমর্থন করে।

বসন্ত উৎসব ও বড়দিনের ছুটির সময়ে যাতায়াতের চাপও বেশি থাকে। এসময় বিগ ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গত ১৫ জানুয়ারি রাত ৮টায় প্ল্যাটফর্ম মনিটরিং ব্যবস্থা আবিষ্কার করে যে ২৩ ঘণ্টা পর ১৫টি ট্রেন দেরিতে চেংতু পূর্ব স্টেশনে পৌঁছাবে। এদের যাত্রী সংখ্যা ৮১৬০ জন। তাই প্ল্যাটফর্ম দ্রুত এ তথ্য বাস, সাবওয়ে ও ট্যাক্সিকে জানিয়ে দিয়েছে। দেরিতে আসা যাত্রীদের সেবা প্রদানে সবাই আগে থেকেই প্রস্তুতি নেয়। ফলে মধ্যরাতে একটা রেল স্টেশনে দেরিতে আসা যাত্রীরা ভালভাবে স্টেশন ছেড়ে গেছেন।

চেং তু শহরের ছিং ইয়াং এলাকার স্মার্ট পরিচালনা কেন্দ্রে ঢুকলে দেখা যায় বড় একটি পর্দা। সেখানে শহরের নানা ডেটা পাওয়া যায়। লাইট, সেতু, পরিবহন ইত্যাদি। তা মনিটর হিসেবে শহরের ‘স্বাস্থ্য’ অর্থাৎ সুষ্ঠু অপারেশন পর্যবেক্ষণ করছে। তারা শহরকে একজন মানুষ হিসেবে তার নানা অঙ্গের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে। যখন কোন বিষয়ে সমস্যা হয়, তখন পুলিশকে জানানো হয়। শহরের স্বাস্থ্যের সূচক নিরাপত্তা, পরিপাটি, সুশৃঙ্খল এবং সুবিধাজনক চারটি বিষয় নিয়ে গঠিত হয়। যেমন: আজ শহরের স্বাস্থ্য সূচক ৯১ পয়েন্ট; তার মানে শহরের পরিচালনা স্ট্যান্ডার্ড পরিস্থিতিতে আছে। যদি তার পয়েন্ট ৮৪ হয়, তাহলে নানা সূচক বিশ্লেষণ করে সমস্যা সমাধান করতে হয়।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর সি ছুয়ান প্রদেশের লু তিং জেলায় ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়। চেংতু শহরে একটি সেতুর মনিটরিং সিস্টেম অস্বাভাবিক ডেটা আবিষ্কার করে। চেংতু শহর পরিচালনা কমিটি পর্যবেক্ষণ ডেটা পেয়ে সেতুতে গিয়ে চেক করে এবং নিশ্চিত করে যে ভূমিকম্প সেতুর কাঠামোর ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলেনি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn