বাংলা

আকাশ ছুঁতে চাই ৯২

CMGPublished: 2024-10-17 19:29:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উপকূলীয় শহর তোংসিং এর তিনটি দ্বীপে মূলত চিং জাতিগোষ্ঠীর বেশিরভাগ মানুষ বসবাস করেন। এই জাতির বর্তমান জনসংখ্যা ৩০ হাজার । এরা ভিয়েতনামের সীমান্তে বাস করেন। তাদের একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হলো এক তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের নাম তুসিয়ানছিন।

চাও সিয়া শৈশব থেকেই এই বাদ্য যন্ত্র বাজাচ্ছেন। বলতে গেলে এই বাদ্যযন্ত্রের সুরে সুরে জীবন গড়ে নিয়েছেন তিনি।

তিনি বলেন, এটা কম্পন থেকে শব্দ তৈরি করে। জয়স্টিকের মাধ্যমে এক তার থেকেই অনেক ধ্বনি তৈরি ও পিচ এবং টিউন নিয়ন্ত্রণ করা যায়। জয়স্টিকের যত কাছে পয়েন্ট থাকবে ততো উচ্চ শব্দ তৈরি হবে। এই যন্ত্রের সম্ভাবনা অনেক। যেমন, এটি অন্য কিছু ধ্বনিকে অনুকরণ করতে পারে।’

একতার বিশিষ্ট বাদ্যযন্ত্র তুসিয়ানছিনের আকার অনেকটা আয়তকার বাক্সের মতো। এর আওয়াজ বেশ শ্রুতিমধুর। এই যন্ত্র সাধারণত কবিদের কবিতা পাঠের সময় বাজানো হয়। ২০১১ সালে এই বাদ্যযন্ত্র চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn