আকাশ ছুঁতে চাই ৯২
এবারের পর্ব
১. সাহিত্যে নোবেল জয়ী এশিয়ার প্রথম নারী লেখক
২. কুপা চা তৈরির ঐতিহ্যের ধারক পং খাংচং
৩. সুরে সুরে জীবন চলে
আকাশ ছুঁতে চাই অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ আমরা শুনবো নোবেল জয়ী নারী লেখক হান ক্যাং এর কথা। শুনবো বিশেষ অবৈষীয়ক ঐতিহ্য কু পা চা তৈরির একজন ইনহেরিটরের কথা। আরও শুনবো চিং জাতির বিশেষ ঐতিহ্য ধারণ করে সুরে সুরে জীবন গড়ে নেয়া একজন নারীর গল্প।
সাহিত্যে নোবেলজয়ী এশিয়ার প্রথম নারী লেখক হান ক্যাং
সাহিত্যে নোবেল পুরস্কার জয় করে সম্প্রতি বিশ্বকে চমকিত করেছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। তিনি এশিয়ার প্রথম নারী যিনি সাহিত্যে নোবেল জয় করলেন। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আফরিন মিমের প্রতিবেদনে বিস্তারিত শুনবো এই কৃতী নারীর কথা ।
৫৩ বছর বয়সী লেখিকা হান ক্যাং। এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত এই। এশিয়ায় প্রথম নারী হিসেবে এ স্বীকৃতি অর্জন করলেন তিনি।
সাহিত্যে নোবেল বিজয়ী ১২১তম লেখক হিসেবে হানের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। পুরস্কার ঘোষণার সঙ্গে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তার দারুণ কাব্যময় গদ্যের কথা, যা ঐতিহাসিক আঘাত আর ক্ষতগুলোকে দৃঢ়ভাবে তুলে ধরে এবং মানবজীবনের নশ্বরতাকে প্রকাশ করে বলে মত ব্যক্ত করা হয়েছে একাডেমির পক্ষ থেকে। বিশেষত্বের চিহ্ন পাওয়া যায় তার প্রায় সব উপন্যাসে।পুরস্কারের অর্থমূল্য হিসাবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হান।