আকাশ ছুঁতে চাই ৯২
গেল কয়েক বছরে, স্থানীয় সরকার এই চা শিল্পের প্রসারে কাজ করছেন। যার ফলে গ্রামীণ নারীরাও আসছেন এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে। এতে করে এই চা তৈরি করে আয় করছেন গ্রামীণ নারীরা।
পং খাংচং বলেন, ‘কুপা চা আমাদের পূর্বপুরুষদের করা একটি ঐতিহ্য এবং এটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার, আমি করব। গ্রামীণ পুনর্জীবনে আমি অবদান রাখতে চাই”।
কুপা চায়ের একটি স্টল আছে পং খাংচংয়ের। সেখানেই এই চায়ের স্বাদ নিতে পারেন চা প্রেমীরা। পাশাপাশি এই চা তৈরি করে নিজেও সাবলম্বী হয়েছেন। অবদান রাখছেন নিজের পরিবারে।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- শান্তা মারিয়া
সুরে সুরে জীবন চলে
চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। এই ঐতিহ্য যারা ধারণ করেন তাদের বলা হয় ইনহেরিটর। এমনি একজন নারী ইনহেরিটরের গল্প শুনবো আজ যিনি জীবন গড়েছেন সুরে সুরে।
চীনের অন্যতম ক্ষুদ্র জাতিগোষ্ঠী চিং জাতি। এরা চীনের একমাত্র সমুদ্র উপকূলবর্তী এথনিক জনগোষ্ঠী। চিং জাতির একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হলো একতার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র । এই বিশেষ ধরনের বাদ্যযন্ত্র বাজানোর একজন ইনহেরিটর নারী শিল্পী চাও সিয়া। তিনি কুয়াংসি চুয়াং অঞ্চলের একজন শিল্পী।