আকাশ ছুঁতে চাই ৯১
মা ও শিশু স্বাস্থ্য সেবা ব্যবস্থা জোরদার অব্যাহত রয়েছে। ১৯৫০ সাল থেকে, মাতৃ ও শিশু স্বাস্থ্য-পরিচর্যা প্রতিষ্ঠানের সাথে চীনা বৈশিষ্ট্যসহ মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্কগুলো ধীরে ধীরে শহর ও গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা নেটওয়ার্ক ধীরে ধীরে ১.৪ বিলিয়ন জনসংখ্যাকে কভার করে চিকিত্সা সুরক্ষা নেটওয়ার্ক এবং শহর ও গ্রামীণ এলাকাকে কভার করে তিন-স্তরের চিকিত্সা সেবা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশব্যাপী মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৫০ সালে ছিল ৪২৬টি। ২০২২ সালে ৩০৩১টি প্রতিষ্ঠান হয়েছে এবং শিশু হাসপাতালের সংখ্যা ১৯৮৩ সালে ২৫ থেকে বেড়ে ২০২২ সালে ১৫১টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালিকাভুক্ত চীন মাতৃ ও শিশু স্বাস্থ্যে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন ১০টি দেশের মধ্যে একটি।
মা ও শিশু স্বাস্থ্য সেবার সক্ষমতা ক্রমাগত উন্নত হচ্ছে। ২০২৩ সালে, মাতৃত্ব ব্যবস্থা পরিচালনার হার, প্রসবপূর্ব পরীক্ষার হার, মাতৃত্বকালীন হাসপাতালে প্রসবের হার এবং প্রসবোত্তর ভিজিট হার হবে যথাক্রমে ৯৪.৫%, ৯৮.২%, ৯৯.৯৫% এবং ৯৭%। যা ১৯৯৬ সালের তুলনায় যথাক্রমে ২৯%, ১৪.৫%, ৩৯.২৫% এবং ১৬.৯% বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালে, নবজাতকের পরিদর্শনের হার, ৩ বছরের কম বয়সী শিশুদের পদ্ধতিগত ব্যবস্থাপনার হার এবং ৭ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাপনার হার যথাক্রমে ৯৬.৭%, ৯৩.৩% এবং ৯৪.৯%, যা ১৯৯৬ সালের তুলনায় ১৫.৩%, ৩১.৯% এবং ৩২.২% বেশি।
নারী ও শিশুদের স্বাস্থ্যের স্তর ব্যাপকভাবে উন্নত হয়েছে। ২০২০ সালে, নারীদের গড় আয়ু ছিল ৮০.৮৮ বছর, যা ১৯৮১ থেকে ১১.৬১ বছর বেড়েছে। মাতৃমৃত্যুর হার ১৯৯০ সালে প্রতি লাখে ৮৮.৮ থেকে ২০২৩ সালে ১৫.১-এ নেমে এসেছে। জাতীয় নবজাতক মৃত্যুর হার, শিশুমৃত্যুর হার এবং ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার ১৯৯১ সালে যথাক্রমে ৩৩.১‰, ৫০.২‰ এবং ৬১‰ থেকে ২.৮‰, ৪.৫‰ এবং ৬.২‰ নেমে এসেছে।
প্রতিবেদন: ইয়াং ওয়েই মিং স্বর্ণা
উইচ্যাটে নারীদের সহযোগী দল
চীনে বসবাসরত বিদেশি নারীদের সহযোগী দল গড়ে তুলেছেন কলম্বিয়ান নারী ডিয়ানা ভাইডাল। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে একটি গ্রুপ খুলে নারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করছে দলটি। বিস্তারিত প্রতিবেদনে।
তিন বছর ধরে চীনের রাজধানী বেইজিংয়ে বাস করছেন কলোম্বিয়ান নারী ডিয়ানা ভাইডাল। দীর্ঘদিন চীনে বসবাসের পর বিদেশি নারীদের সহযোগিতা করার লক্ষ্য থেকে উইচ্যাট গ্রুপ খুলেছেন এই নারী।
শুরুতে মাত্র ছয়জনকে নিয়ে ‘বস লেডিস’ নামে গ্রুপ খোলেন ডিয়ানা। এই গ্রুপ একদিন বৃহৎ পরিসরে কাজ করবে সেই উদ্দেশ্যে থেকে গ্রুপ করেননি তিনি। কিন্তু এই জায়গা থেকেই ধীরে ধীরে অনেক নারীর সঙ্গে যুক্ত হোন তিনি।
বিভিন্ন বয়সী নারীরা এই গ্রুপের মাধ্যমে নিজেদের সঙ্গে পরিচিত হন। আর এই গ্রুপের মাধ্যমেই খোঁজেন চাকরি। একটা সময় পরে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী পেয়ে যান চাকরি।