আকাশ ছুঁতে চাই ৯১
এই গ্রুপের মাধ্যমে চীনা ভাষার শেখার সুযোগও পান নারীরা। পাশাপাশি চীনা সংস্কৃতি সম্পর্কেও জানতে পারেন। তারা চীনা আর্ট, ক্যালিগ্রাফিও শেখেন। এতে করে চীনা সমাজে সহজেই নিজেদের মানিয়ে নিতে পারেন বিদেশি নারীরা।
এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং ট্যুরে গিয়ে থাকেন নারীরা। এছাড়া একসাথে খাওয়াদাওয়াও করেন তারা।
ডিয়ানা বলেন, এই গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি। আবার অনেক চীনা নারীদের সঙ্গেও দেখা করি। তারা খুব উদার। তাদের সাথে মিশে আমরা অনেক কিছু শিখতে পারি’।
চীনের বিভিন্ন উন্নয়নে মুগ্ধ এই গ্রুপের নারীরা। চীনকে আরও জানতে চায়, চীন থেকে শিখতে চায়। তারা এই দেশে কাজের মাধ্যমে উন্নয়নেও অবদান রাখতে চা্য।
প্রতিবেদন: আফরিন মিম
সম্পাদনা: শান্তা মারিয়া
আকাশ ছুঁতে চাই অনুষ্ঠান শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আগামি অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। ভালো থাকুন সুস্থ থাকুন চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ