আকাশ ছুঁতে চাই ৯১
১৯৩০ এর দশক থেকে শি ইয়াংচিউ নকশীকাজের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। তখন আর্থিক অবস্থা ভালো ছিল না। তার দুই মেয়ে জুনিয়র মিডল স্কুল পাশ করে। ছেলেরা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়। নকশীকাজের কাপড় বাজারজাত করেই সংসার চালিয়েছেন তিনি। টাকা ধার করে ব্যবসা চালাতে হয়েছে। শুধু তাই নয়, অক্লান্ত পরিশ্রমে বড় করেছেন প্রতিষ্ঠান। এমনকি বিদেশেও কাপড় সরবরাহ করতে থাকেন।
পরে মেয়ে তার ব্যবসার হাল ধরে।
১৯৯০ এর দশক থেকে শি ইয়াংচিউ বলে আসছেন যে, এই নকশী কাজ পরবর্তি প্রজন্মের কাছে পৌছে দিতে হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন। গ্রামের নারীদের এই কাজে প্রশিক্ষণ দেন। তার মাধ্যমে অন্তত ৩০০ নারী তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন।
শি ছুয়ানইয়িং আন্তর্জাতিক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মিয়াও পোশাক, একসেসরিজ উপহার দিয়ে খ্যাতি পেয়েছেন। বিশ্ব ফ্যাশন দরবারে এখন মা মেয়ে দুজনেই নাম করেছেন।
প্রতিবেদন : শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
৭৫ বছরে চীনে নারী ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নতি
চীনে গেল ৭৫ বছরে নারী ও শিশুর অবস্থায় অনেক উন্নতি হয়েছে। ৭৫তম জাতীয় দিবস উদযাপনের পর সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নারী শিশুর অবস্থানের কতটা উন্নয়ন হয়েছে এ বিষয়ে জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ
বিগত ৭৫ বছরে, চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি এবং সরকার সবসময় নারী এবং শিশুদের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। নারী ও শিশুদের স্বাস্থ্যের অবস্থা ব্যাপকভাবে উন্নত হয়েছে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার গত ৭৫ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাফল্যের উপর একটি ধারাবাহিক প্রতিবেদনে এ সব তথ্য প্রকাশিত হয়েছে।