বাংলা

আকাশ ছুঁতে চাই ৯০

CMGPublished: 2024-10-03 10:00:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মহান সমাজতান্ত্রিক বিপ্লবে তিনি অংশ নেন। জনগণকে বিপ্লবে অনুপ্রাণিত করার জন্য বিপ্লবী নাটকে অভিনয় করেন।

এখন তার বয়স ৯৭ বছর। তিনি এখনও ব্যস্ত জীবন যাপন করেন। তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন। রাষ্ট্র, সমাজ কমিউনিস্ট পার্টি সম্পর্কে আপটেুডেট থাকেন। ২০১৬ সালে তার স্বামী সু ফানের মৃত্যুর পর থেকে তিনি মৃত স্বামীর প্রতি চিঠি লেখেন। এর মাধ্যমে তিনি একটি আত্মজৈবনিক লেখা তৈরি করছেন।

থিয়ান হুয়া বলেন, পার্টি, এইথ রুট আর্মি, চীনের গণমুক্তি ফৌজ এবং চীনা জনগণের সমর্থনেই তিনি নিজের জীবন গড়ে তুলেছেনতাদের বাদ দিয়ে তিনি নন।

তিনি শহীদ ও প্রয়াত বীর কমরেডদের সমাজ গঠনের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার জন্য নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn