বাংলা

আকাশ ছুঁতে চাই ৯০

CMGPublished: 2024-10-03 10:00:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১জনগণের শিল্পী

২. সীমান্ত রক্ষী নারী

৩. কুনমিং নগর কবিতা শিল্প উৎসবে ভিয়েতনামী নারী

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আজকের অনুষ্ঠানে আমরা চীনের জাতীয় দিবস উপলক্ষে সম্মানপ্রাপ্ত বীর নারীর কথা বলবো। একজন সীমান্ত রক্ষী নারীর অটল নিষ্ঠা ও দেশপ্রেমের গল্প বলবো।

আরও বলবো। কুনমিং নগর কবিতা শিল্প উৎসবে অংশগ্রহণকারী ভিয়েতনামী নারী নগুয়েন লেচির কথা। চলুন শোনা যাক, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠানে আকাশ ছুঁতে চাই।

জনগণের শিল্পী

চীনের জাতীয় দিবস উপলক্ষে একজন মহান নারীকে ‘জনগণের শিল্পী’ খেতাবে ভূষিত করা হয়েছে। সম্মানসূচক এই খেতাবে ভূষিত নারীর নাম থিয়ান হুয়া। শুনবো এই প্রবীণ বীর নারীর গল্প।

প্যাকেজ: ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে প্রবীণ নারী থিয়ান হুয়াকে সম্মানসূচক ‘জনগণের শিল্পী’ খেতাবে ভূষিত করা হয়।

৯৭ বছর বয়সী এই নারী দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মানে ভূষিত হলেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn