আকাশ ছুঁতে চাই ৮৫
প্রতিবেদন : আফরিন মিম
সম্পাদনা: শান্তা মারিয়া
লাইভ স্ট্রিমিং করে গ্রামবাসীকে আয়ের পথ দেখালেন চাং সিয়াওহোং
উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের এক নারী চাং সিয়াওহোং । তিনি একজন ভেড়ার খামারী। লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে পণ্য বিক্রি করে চাং এখন তার গ্রামের সেলিব্রিটি। কিভাবে সম্ভব হলো এই সাফল্য? শুনবো সেই গল্প।
উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষকরা তাদের পণ্য বিক্রির জন্য বেছে নিয়েছেন লাইভ স্ট্রিমিং পদ্ধতিকে। এই পদ্ধতিতে তারা সারা চীনে নিজেদের বিশেষ পণ্য যেমন গোজি বেরি, ভেড়া ও গরুর মাংস বিক্রি করছেন।
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি খামার থেকে বিক্রি হচ্ছে ভেড়া। গ্রামবাসী খামারীরা নিজেরাই কৃষিপণ্য বিক্রির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছেন।
গ্রামবাসীদের এই কাজে পথ দেখিয়েছেন একজন নারী । চাং সিয়াওহোং প্রথম এইভাবে নিজের খামার ভেড়া বিক্রি শুরু করেন। তিনি তার স্মার্ট ফোন ব্যবহার করে , ইমেজ পাঠিয়ে প্রতিদিন পারিবারিক খামারের ভেড়া বিক্রি করেন।
চাং সিয়াওহোং বলেন, ‘প্রথম যখন লাইভ স্ট্রিমিং করি তখন আমি শুদ্ধভাবে কথাও বলতে পারতাম না। তবে প্রথম প্রচেষ্টাতেই আমি ১০টি ভেড়া বিক্রি করে দারুণ আনন্দ পাই। তখন থেকে বিক্রি বাড়ছে। আমি প্রতিদিন একশ দুইশ ,তিনশ ভেড়াও বিক্রি করতে পারি। একদিনে এমনকি আটশ ভেড়াও বিক্রি করেছি।’