বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৫

CMGPublished: 2024-08-29 14:56:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যা রয়েছে এবারের পর্বে

১. বন্যায় নিদারুণ কষ্টে বাংলাদেশের নারী ও শিশুরা

২. লাইভ স্ট্রিমিং করে গ্রামবাসীকে আয়ের পথ দেখালেন চাং সিয়াওহোং

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

বন্যায় নিদারুণ কষ্টে বাংলাদেশের নারী ও শিশুরা

স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল। এই বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী ও শিশুদের উপর। বন্যাকবলিত এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের ১১টি জেলার নিম্নাঞ্চল। এবারের বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ। আর এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নারী ও শিশুরা।

এবারের বন্যায় অবর্ণনীয় এমন দুর্ভোগের মধ্যে পড়েছে কুমিল্লা, ফেনী, খাগড়াছড়িসহ বেশ কয়েকটি অঞ্চলের নারী ও শিশু। সরেজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা জেলার লাকসাম ও বুড়িচং উপজেলার নারী ও শিশুরা কেউ ঘরবন্দি আবার কেউবা আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছে।

লাকসাম উপজেলার কাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দা মনজুমা বেগম জানান। স্বামী সন্তান নিয়ে এখানেই দিন-কাটছে তার।

মনজুমা বলেন, ঘরের অর্ধেক পর্যন্ত পানি । খাটের উপরও যা রাখছি সব ভেসে গেছে। পথের মধ্যে পানি। ভাসতে ভাসতে এখানে আসছি। এখানে অনেক গেদারিং। তাও সবাই মিলেই আছি”।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn