আকাশ ছুঁতে চাই ৭৬
প্রথাগতভাবে মনে করা হয় লায়ন ডান্স মূলত পুরুষের কাজ। কারণ এটি বেশ কঠিন পরিশ্রমের কাজ যার জন্য শারীরিক শক্তির প্রয়োজন। যেমন সিংহের কস্টিউমের ওজন ১০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এই কস্টিউম পরে অনেক উঁচু থেকে লাফ দেয়ার বিষয় রয়েছে। আরও রয়েছে সহশিল্পীকে কাঁধের উপর তুলে নেয়ার বিষয়। তাই প্রচলিত রীতি অনুযায়ী মূলত পুরুষরাই এই নাচটি পরিবেশন করেন। কিন্তু নারদের দলটি যথেষ্ট সাফল্যের সঙ্গেই সিংহ নাচ পরিবেশন করছে। এর পিছনে অবশ্য বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রম রয়েছে। জাতীয় পর্যায়ে তারা বেশ কিছু সম্মাননাও পেয়েছে।
কিন্তু কেন নারীরা এই কঠোর অনুশীলনের কষ্ট স্বীকার করছেন? একজন সদস্য বলেন, স্রেফ ভালোবাসা থেকে তিনি এ কাজটি করেন। এটা তার শখ। আরেকজন বলেন লায়ন ডান্সে যে শক্তিমত্তা ও শুভ অনুভূতি রয়েছে সেটি তার ভালো লাগে।
লায়ন ডান্সের এই নারী দল এ বছরের বসন্ত উৎসবের সময় কুয়াংতোং প্রদেশের বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন। দর্শকরা সাদরে গ্রহণ করেছেন তাদের। তারা প্রমাণ করেছেন লায়ন ডান্সের মতো কঠিন এবং পুরুষ প্রাধান্যের শিল্পেও নিজের যোগ্যতার পরিচয় দিয়ে এগিয়ে যেতে পারে নারী।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: আফরিন মিম
সুপ্রিয় শ্রোতা। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ