আকাশ ছুঁতে চাই ৭৬
পোর্সেলিনের প্রতি ভালোবাসা
চীনের পোর্সেলিন শিল্পের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। বিশেষ করে নানছাং এর চিংত্যচেন সিটিকে বলা হয় পোর্সেলিনের রাজধানী। পোর্সেলিনকে ভিত্তি করে অনেকে গড়ে নিয়েছেন নিজের জীবিকা। শুনবো এমন এক নারীর কথা।
চীনের চিয়াংসি প্রদেশের চিংত্যচেন শহর। দুই হাজার বছরের বেশি সময় ধরে এখানে পোর্সেলিন শিল্পের প্রসার ঘটেছে। এখানকার তৈরি পোর্সেলিন বিশ্ববিখ্যাত । এই পোর্সেলিনের আকর্ষণে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে অনেকে এসেছেন এখানে । আবার বিদেশ থেকেও অনেক পোর্সেলিন ভক্ত এখানে এসে নিজ হাতে পোর্সেলিন তৈরি করছেন।
চীনের নারী আই ফুলিং। ৩৬ বছর বয়সী এই নারী ৯ বছর আগে বেইজিংয়ের একটি বিজ্ঞাপনী সংস্থায় ভালো বেতনে চাকরি করতেন। পোর্সেলিনের প্রতি ভালোবাসার কারণে তিনি মোটা বেতনের চাকরি ছেড়ে এই শহরে চলে আসেন। এখানে নাইট মার্কেটে তিনি একটি ফ্রি স্টল নেন। থাকতেন ইয়ুথ হস্টেলে।
এখন তার নিজের দোকান হয়েছে। প্রতি মাসে দোকানে বিক্রি হয় প্রায় ১ লাখ ৫০ হাজার ই্উয়ান।
ক্যামিলে কামি একজন ফরাসী নারী। তিনি সিরামিকসে উচ্চশিক্ষা গ্রহণ করে চিংত্যচেন আসেন। এই শহরের দুহাজার বছরের প্রাচীন এই সৌকর্যময় শিল্পকে ভালোবেসে এ শহরেই বসতি গড়েছেন তিনি।
এইভাবে চিংত্যচেন শহরে পোর্সেলিনকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন অনেক নারী।
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
চীন মাতাচ্ছে মেয়েদের লায়ন ডান্স দল
চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অনন্য প্রকাশ সিংহ নাচ বা লায়ন ডান্স। চীন জুড়ে লায়ন ডান্সের রয়েছে অনেক দল। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে রয়েছে বিশেষ একটি দল যে দলের সব সদস্যই নারী। এই দলের কথা শুনবো প্রতিবেদনে।
চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ সিটি। বাজনার তালে তালে এখানে চলছে জমজমাট লায়ন ডান্স। এই লায়ন ডান্স পরিবেশন করছে মেয়েরা। তাদের দক্ষতা ও নৈপুণ্যে অবাক হচ্ছে দর্শক।
কুয়াংতোং প্রদেশের এই মেয়েদের লায়ন ডান্স দলটি সম্প্রতি বেশ সাড়া জাগিয়েছে। এই দলের সব সদস্যই নারী। ২০১৮ সালে হেইসিংথাং নামের এ দলটি যাত্রা শুরু করে। সে সময় দলের সদস্যদের বয়স ছিল ১১ বছর থেকে ১৮ বছর ।