আকাশ ছুঁতে চাই ৭৬
ছিয়ান ইয়ুয়েফাং বলেন, ‘সুইগুলো তুলির চুলের মতো সূক্ষ্ম, রংগুলো পেইন্টিংয়ের মতো, স্টিচগুলো চুলের ডগার মতো নরম, এটাই কু এমব্রয়ডারির মতো তিনটি অনন্য বৈশিষ্ট্য।’
শাংহাইয়ের সোংচিয়াং জেলার এমব্রয়ডারি গবেষণা কেন্দ্রে কু এমব্রয়ডারির ইনহেরিটর ছিয়ান ইয়ুয়েফাং এবং একদল কারুশিল্পী কিছুদিন আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন। ড্রাগনবোট উৎসবের আগে তাদের এমব্রয়ডারি করা স্যাশে বা ছোট থলির ছিল ব্যাপক চাহিদা।
ছিয়ান ইয়ুয়েফাং বলেন, একবার হাত উঠাতে হয় আরেকবার নামাতে হয়। সুতাটা একবার পিছনে একবার সামনে টানতে হয়। এটা করতে অনেক ধৈর্য ও নিষ্ঠা লাগে।