আকাশ ছুঁতে চাই ৭৬
১. কারুশিল্প কু এমব্রয়ডারি
২. পোর্সেলিন
৩.লায়ন ডান্স
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
কু এমব্রয়ডারির ঐতিহ্যের ধারক কারুশিল্পী নারী ছিয়ান ইয়ুয়েফাং
নতুন দ্যুতি ছড়াচ্ছে শাংহাইয়ের শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী কু এমব্রয়ডারি। কু এমব্রয়ডারি মূলত নারীদের হাতের কাজ হিসেবে বিখ্যাত। একজন নারী ইনহেরিটর এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অবৈষয়িক সংস্কৃতির অংশ এই বিশেষ ধরনের নকশি কাজে নতুন চিন্তাভাবনাও এনেছেন তিনি। আধুনিক বিশ্বে এই এমব্রয়ডারি কাজের চাহিদা বাড়ছে। কিভাবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো সম্ভব হলো সে বিষয়ে রয়েছে একটি প্রতিবেদন।
শাংহাইয়ের কু এমব্রয়ডারি গবেষণা কেন্দ্র। এখানে অতি সূক্ষ্ম কাজের মাধ্যমে কাপড়ের বুকে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ সৌকর্যমণ্ডিত নকশা। চীনের বিভিন্ন স্থানের ও জাতিগোষ্ঠীর রয়েছে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী এমব্রয়ডারি। তবে কু এমব্রয়ডারিই একমাত্র নকশীকাজ যা একটি পরিবারের নামে নামকরণ করা হয়েছে। শত শত বছরের প্রাচীন এই শিল্প আধুনিক বিশ্বেও তার চমক ধরে রেখেছে। এর পিছনে অবদান রয়েছে এই ঐতিহ্যের ধারক কারুশিল্পী নারী ছিয়ান ইয়ুয়েফাং এর।