আকাশ ছুঁতে চাই ৩৭
মধ্য শরৎ উৎসব
চীনে এখন চলছে মধ্য শরৎ উৎসবের আমেজ। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম চান্দ্র মাসের ১৫তম দিবসে পূর্ণিমায় এ উৎসব পালন করা হয়। ২৯ সেপ্টেম্বর এ বছরের মধ্য শরৎ উৎসব। চীনা ভাষায় একে বলা হয় চোং ছিউ চিয়ে। ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী পালিত হচ্ছে এ বছর। এই দুই উৎসবকে ঘিরে এখন চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ঘরে ঘরে সাজ সাজ রব।
মধ্য শরৎ উৎসবের একটি প্রধান অনুষঙ্গ হলো মুন কেক খাওয়া। পদ্মফুলের বীজের পেস্ট এবং অন্যান্য পুর দিয়ে মুনকেক তৈরি করেন নারীরা। গৃহসজ্জা করা হয় লণ্ঠন দিয়ে। আর হানফু পরা এবং সাজসজ্জার বিষয়টি তো আছেই। মধ্য শরৎ উৎসবের আরেকটি অনুষঙ্গ হলো খরগোশের গল্প।
এই খরগোশের গল্প অনুসরণে এ সময় শিশুদের পোশাক ও খেলনায় খরগোশের প্রতিকৃতি দেখা যায়। নারীদের অলংকারেও চাঁদ ও খরগোশ প্রতীক লক্ষ্য করা যায়।
উৎসবের জন্য মুনকেক তৈরি, ঘরসাজানো, আর কেনাকাটা চলছে এখন ঘরে ঘরে। অনেকে দোকান থেকে সুসজ্জিত মুনকেক কিনে উপহার দিচ্ছেন আত্মীয় পরিজনদের। আবার মুনকেক তৈরির কারখানায় চাকরি করেও জীবিকার সংস্থান হচ্ছে অনেক নারীর।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। মধ্য শরৎ উৎসবের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কণ্ঠ: শান্তা মারিয়া ও আবদুল্লাহ আল মামুন দুর্বার
অডিও সম্পাদনা: রফিক বিপুল