আকাশ ছুঁতে চাই ৩৭
তিনি স্মৃতিচারণ করেন আগের দারিদ্র্যপীড়িত জীবনের। সেখান থেকে কিভাবে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দারিদ্র্য দূর হয়ে সুদিন এসেছে সেকথা বলতে গিয়ে আনন্দে উদ্বেলিত হন তিনি।
তিনি কমিউনিস্ট ভাবধারার বিপ্লবী গান গাইতেও ভালোবাসেন। কয়েকদিন আগে বেইজিং থেকে কয়েকজন পর্যটক আসেন তিনি তাদের বেইজিংয়ে প্রচলিত বিপ্লবী গান শোনান।
হ্য সুইইংয়ের হোম স্টের নাম ‘গ্র্যান্ডমা’স হাউস’। কারণ এটা মূলত হ্য ছিংমেই এবং অন্য নাতি নাতনিরা মিলে তৈরি করেছে। হ্য ছিংমেই কমিউনিস্ট পার্টির সদস্য এবং থাংচাং টাউনের সাংগঠনিক সম্পাদক।
২০১৫ সালে নানী ও নাতনিরা মিলে হোম স্টে গড়ে তোলেন। ইয়ুননানের সাংস্কৃতিক পর্যটনে ছিবিয়ে গ্রাম বেশ বড় ভূমিকা রাখছে। গ্রামীণ পর্যটনে এই গ্রামটিকে সফল হিসেবে উল্লেখ করা হচ্ছে।
আমার শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হবে: ফু ইয়াওহুই
শিক্ষকতা পেশায় নারীর বিচরণ বিশ্বের সবদেশেই কমবেশি রয়েছে। বিশেষ করে শিশু শিক্ষায় নারী শিক্ষকরাই বেশি সফল।
তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বিষয়টি বেশ কঠিন। কারণবিশেষ চাহিদা সম্পন্ন বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া শেখানোর জন্য অনেক বেশি ধৈর্য মমতা ও সহানুভূতির প্রয়োজন হয়। এই কঠিন কাজটিতে সফল হয়েছেন হাইনান প্রদেশের নারী ফু ইয়াওহুই । চলুন শুনি তার গল্প।
ফু ইয়াওহুই একজন আত্মবিশ্বাসী নারী। তিনি একজন শিক্ষিকা। কিন্তু অন্য দশজন শিক্ষকের সঙ্গে তার কিছুটা পার্থক্য আছে। তিনি একজন স্পেশাল টিচার।
তিনি স্পেশাল এডুকেশন দানে প্রশিক্ষণপ্রাপ্ত। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখোওর একটি স্কুলে শিক্ষকতা করেন ফু। এই স্কুলটি হলো স্পেশাল এডুকেশন স্কুল। এটি বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের স্কুল। ২০০৪ সাল থেকে বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষাদানের কাজ করছেন ফু। সাধারণ স্কুলে শিক্ষকতার তুলনায় স্পেশাল স্কুলের শিক্ষকতা শতগুণে কঠিন।