বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৭

CMGPublished: 2023-09-28 19:15:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এদিকে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদকটিও এসেছে নারীদের হাত ধরেই।

এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় হয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার চীনের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে নিগার সুলতানা জ্যোতির দল।

এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশের এটিই প্রথম পদক জয়।

নানী ও নাতনির হোম স্টে

চীনে এখন চলছে গ্রামীণ পুনর্জীবনের ধারা। এই ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন গ্রামীণ উদ্যোগী নারীরা। আজ শুনবো চীনের ইয়ুননান প্রদেশের নাশি জাতিগোষ্ঠীর নারী হ্য সুইং এবং তার নাতনির গল্প। দুজনে মিলে গড়ে তুলেছেন হোম স্টে যা পর্যটন শিল্পেও বড় অবদান রাখছে।

হ্য সুইং এর বয়স এখন ৯১ বছর। তিনি এখনও বেশ শক্তসমর্থ। তিনি সাফল্যের সঙ্গে একটি হোমস্টে চালাচ্ছেন। হ্য সুইং বাস করেন ইয়ুননান প্রদেশের এক পাহাড়ি এলাকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচুতে পর্বত চূড়ায়, ছিবিয়ে গ্রামে ।

চার বছর আগে হ্য সুইং তার বাড়িতে একটি হোম স্টে বা ছোট গেস্ট হাউজ খোলেন। এই কাজে তাকে সাহায্য করেন নাতনি হ্য ছিংমেই। এরপর থেকে তার বাড়িতে অতিথির অভাব হয়নি কখনও। দেশ বিদেশ থেকে এসেছেন পর্যটকরা। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারছেন তিনি।

হ্য সুইং নাশি জাতিগোষ্ঠীর নারী। অন্যদিকে তার প্রয়াত স্বামী ছিলেন তিব্বতি জাতিগোষ্ঠীর মানুষ। হ্য সুইংয়ের পরিবারে মোট আটটি জাতিগোষ্ঠীর সদস্য আছেন। নাশি, লিসু ও অন্যান্য জাতিগোষ্ঠীর সদস্য মিলে গড়ে তুলেছেন সুখী পরিবার।

ইয়ুননানের একটি পর্যটন শহর শাংরিলা। এখানে তিব্বতি জাতির অনেক মানুষ বাস করেন। এই শহরের কাছে দ্যচেন তিব্বত স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ওয়েসি লিসু অটোনোমাস কাউন্টির থাছাং টাউনে এই ছিবিয়ে গ্রাম।

এখানে পাঁচটি জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থান। এখানে ১০২টি হোম স্টে গড়ে উঠেছে নারীদের উদ্যোগে । গ্রামে আগত পর্যটকরা যখন হ্য সুইংয়ের বাড়িতে আসেন তিনি গান গেয়ে তাদের স্বাগত জানান। তিনি গান গাইতে পছন্দ করেন। নব্বই বছরেও তার গানের কণ্ঠ চমৎকার। তিনি নাশি লোকজ সংগীত থেকে শুরু করে তিব্বতি বৌদ্ধ সংগীত-সবই জানেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn