বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৭

CMGPublished: 2023-09-28 19:15:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. এশিয়ান গেমসের জয়ের সূচনা নারীর হাতে

২. নানী ও নাতনির হোম স্টে

৩. আমার শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হবে: ফু ইয়াওহুই

৪. মধ্য শরৎ উৎসব

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

এশিয়ান গেমসের জয়ের সূচনা নারীর হাতে

১৯তম এশিয়ান গেমসে চীনের জয়যাত্রা শুরু হয়েছে নারীদের হাত ধরে।

এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ চীনের ঘরে তুলেছেন নারীরা। চৌ চিয়াছি এবং ছিউ সিউপিং নারীদের লাইটওয়েট ডবল স্কাল রোয়িং ইভেন্টে স্বর্ণ জয় করেন। হালকা ওজনের নৌকায় দ্বৈত চালনা করে ৭ মিনিট ৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে সহজেই তারা উজবেকিস্তান ও ইন্দোনেশিয়ার রোয়ারদের পিছনে ফেলে প্রথম সোনাটি জেতেন।

এই নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ চীনের ঘরে উঠলো।

নারীদের দল ১০ মিটার এয়ার রাইফেলেও স্বর্ণ জয় করেছে।

মডার্ন পেনটাথলোন ইভেন্টে একুশ বছর বয়সী নারী চাং মিংইয়ু স্বর্ণ জয় করে নিজের স্থান ধরে রেখেছেন এবং প্যারিস অলিম্পিকের জন্যও ভরসা জাগিয়েছেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn