আকাশ ছুঁতে চাই ৩৭
প্রতিটি শিক্ষার্থীর দিকে এখানে আলাদাভাবে মনোযোগ দিতে হয়। শুধু লেখাপড়াই নয় তাদের এমনকি কিভাবে খেতে হবে, চলতে হবে, কথা বলতে হবে এ সবকিছুই শেখাতে হয়। মায়ের মমতা ও ধৈর্য নিয়ে ফু তার শিক্ষার্থীদের যত্ন নেন। টিফিন টাইমে তাদের খাইয়ে দেয়া কিংবা কারও চুল বেঁধে দেয়ার মতো কাজও তাকে করতে হয় ধৈর্য সহকারে।
বিশেষ সমস্যা মোকাবেলায় তিনি অভিভাবকদের সঙ্গে আলাপ করেন, তাদের সহযোগিতা করেন।
ফু চান তার শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হোক। এই লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন।