আকাশ ছুঁতে চাই ৩৪
এই কমিউনিটিতে চিকিৎসা সেবা পুনর্বাসন ও নার্সিং দেয়া হয়। প্রবীণ দম্পতি অথবা যারা একা তাদের জন্য এখানে বিশেষভাবে প্রস্তুত কিবছু প্রবীণবান্ধব অ্যাপার্টমেন্ট রয়েছে।
এনজয় দ্য গোল্ডেন এজ বা সোনালী বয়সকে উপভোগ করা শীর্ষক এই প্রকল্পে প্রবীণদের শেষ জীবনকে আনন্দময় করে তোলার সবরকম ব্যবস্থা রয়েছে।
এমন আরও অনেক কমিউনিটি রয়েছে চীনে যেখানে প্রবীণ নারী-পুরুষরা তাদের বৃদ্ধ বয়সে পাচ্ছেন সেবা, যত্ন, চিকিৎসা ও বিনোদন।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
কণ্ঠ: শান্তা মারিয়া, আফরিন মিম, নাজমুল হক রাইয়ান
অডিও এডিটিং: রফিক বিপুল