আকাশ ছুঁতে চাই ৩৪
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- সাজিদ রাজু
প্রবীণবান্ধব অ্যাপার্টমেন্ট
চীনে প্রবীণ নাগরিকরা সমাজে শ্রদ্ধা, সম্মান ও যত্ন পেয়ে থাকেন। তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। এই সুবিধা দিনে দিনে বাড়ছে। সম্প্রতি শানতোং প্রদেশে বেশ কিছু প্রবীণ বান্ধব অ্যাপার্টমেন্টও গড়ে উঠেছে।
প্রবীণ নারীরা তৈরি করছেন কারুশিল্পের সামগ্রী। কাপড়ের ফুল তৈরি করছেন তারা। নিতান্ত শখের বশে সুন্দরভাবে সময় কাটাতে কাজটি করছেন এই প্রবীণ নারীর দল। তাদের অ্যাপার্টমেন্টে বসে এটা তারা করছেন। তাদের সাহায্য করছেন কয়েকজন স্বেচ্ছাসেবক।
শুধু কারুশিল্প সামগ্রী তৈরিই নয়, কেউ বাজাচ্ছেন পিয়ানো, কেউ বা জানালার পাশে বসে সময় কাটাচ্ছেন কারও বা জন্মদিন পালিত হচ্ছে। জীবনের বৃদ্ধ বয়সটা যেন তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের হয়ে ওঠে।
এমন ব্যবস্থা করা হয়েছে চীনের শানতোং প্রদেশের বিনচোও শহরের চানহুয়া জেলার অ্যিাপার্টমেন্ট কমিউনিটিতে। এখানে গড়ে তোলা হয়েছে প্রবীন বানস্ধব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স।