আকাশ ছুঁতে চাই ৩৪
তাদের কঠোর শ্রম বৃথা যায়নি। ইয়ুয়েচুয়াং টাউন প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টে তাদের দল চ্যাম্পিয়ন হয়। কয়েক বছর ধরেই এই টুর্নামেন্টে এই স্কুলের টিম শিরোপা জিতে নিচ্ছে।
প্রথম দলের মেয়েরা এখন বড় হয়েছে। তারা এখনও ফুটবল খেলায় মনোযোগী। তারা তাদের এলাকায় রীতিমতো স্টার।
তাদের দেখে ওই এলাকার অন্য স্কুলের মেয়েরা তো বটেই ছেলেরাও অনুপ্রাণিত হয়েছে। বলতে গেলে ফুটবল খেলাকে জনপ্রিয় করেছে এবং মেয়েদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে এই কিশোরী ফুটবলাররা।
স্বাবলম্বী নারীর গল্প
স্বল্প বিনিয়োগ ও অল্প সময়ে ব্রয়লার মুরগি পালন করে সাবলম্বী হচ্ছেন বাংলাদেশের অনেক নারী।পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির অন্যতম মাধ্যম এই মুরগি পালন। সহজ ব্যবস্থাপনা ও ভালো বাজার দরের কারণে ব্রয়লয়ার মুরগি পালন বিভিন্ন জেলার নারীদের পছন্দের পেশায় পরিণত হয়েছে। এতে একদিকে যেমন পরিবারের মাংসের চাহিদা পুরণ হচ্ছে অন্যদিকে বাড়তি আয়ের উৎস বলেও মনে করছেন তারা। এই পর্যায়ে থাকছে এমন সাবলম্বী দুইজন নারীর গল্প।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা নরসিংদীর প্রান্তিক খামারী খাদিজা আক্তার। স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষায় ২০০৮ সাল ছোট্ট পরিসরে শুরু করেন মুরগির খামার করার কাজ। সেই থেকে তার সময় কাটে এই খামারে।
খাদিজা আক্তার, নারী উদ্যোক্তা