বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৪

CMGPublished: 2023-09-07 10:00:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যা আছে এবারের পর্বে

১. চীনের ছোট্ট গ্রামের ফুটবলার মেয়েরা

২. স্বাবলম্বী নারীর গল্প

৩. প্রবীণবান্ধব অ্যাপার্টমেন্ট

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

চীনের ছোট্ট গ্রামের ফুটবলার মেয়েরা

ফুটবল বা সকার খেলাকে এশিয়ার অনেক দেশেই অতীতে ছেলেদের খেলা বলে মনে করা হতো। তবে এখন দিন পাল্টেছে। এখন নারীরাও এগিয়ে এসেছেন এবং ফুটবল খেলায় বড় সাফল্য অর্জন করছেন। চীনের এক পাহাড়ি গ্রামের একিদল কিশোরী কিভাবে ফুটবল খেলা চর্চা করে এলাকায় নিজেদের তারকা ইমেজ গড়ে তুলেছে চলুন শুনি সেই গল্প।

শাংতোং প্রদেশের এক ছোট্ট পাহাড়ি গ্রাম। সেই গ্রামে একদল কিশোরী মেয়ে ফুটবল খেলতে দারুণ ভালোবাসে। তারা গড়ে তুলেছে এক ফুটবল টিম। আশপাশের গ্রামের কিশোর কিশোরীরা তাদের দেখে অনুপ্রাণিত হয়েছে এবং এখন এই খেলায় এগিয়ে আসছে অনেক মেয়ে।

ফুটবল খেলাকে সাধারণত ছেলেদের খেলা হিসেবে ভাবা হতো অতীতে। কিন্তু এখন দিন পালটে গেছে। ইইয়ুয়ান কাউন্টির ইয়ুয়েচুয়াং টাউনশিপের চাওচুয়াং গ্রাম। চাওচুয়াং প্রাইমারি স্কুলে ২০১৯ সালে একটি ফুটবল বা সকার প্রোগ্রাম নেয়া হয়। এই প্রোগ্রামে ২০জন মেয়েকে নির্বাচন করা হয় এবং তাদের নিয়ে ফুটবল টিম গঠন করা হয়। সপ্তাহে পাঁচদিন নির্দিষ্ট সময়ে তাদের প্রশিক্ষণ চলে। প্রত্যেক বছর তাদের অন্তত ২০টি ম্যাচ খেলতে হয়।

বছরখানেক প্রশিক্ষণের পর মেয়েরা বুঝতে পারে যে ফুটবল কোন সহজ খেলা নয়। এই খেলায় সফল হতে হলে চাই টিম ওয়ার্ক। তারা তাদের প্রশিক্ষণে আরও মনোযোগী হয়। কিন্তু তাদের গ্রামে ফুটবল খেলার উন্নতমানের মাঠ ছিল না। তারা সাধারণ ঘেসো মাঠে প্রশিক্ষণ নিতে থাকে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn