আকাশ ছুঁতে চাই ৫
ষাটের দশকে চাং সিয়াওইং সিম্ফনি কনডাকটর হিসেবে জনপ্রিয়তা পান। সেসময় চৌ এন লাইয়ের মতো মহান নেতার সঙ্গেও দেখা হয় তার। চাং বলেন, ‘এটা কনডাকটর হিসেবে আমার প্রথম ছবি। আমার মনে হয় তখন কেউ ভাবতেও পারেনি এই মেয়ে একদিন প্রফেশনাল কনডাকটর হবে। অবাক করা বিষয় নয়? এটাই ছিল আমাদের তারুণ্য।’
চাং সিয়াওইং পরবর্তিকালে চীনের কেন্দ্রীয় সংগীত শিক্ষায়তন থেকে সংগীত শিক্ষা করেন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকেও সংগীত শিক্ষা করেন। তিনি সংগীত জগতের মানুষ হিসেবে জীবন শুরু না করলেও নিজের আগ্রহ, পরিশ্রম ও সাধনায় সেরা সংগীতজ্ঞ হয়ে ওঠেন।
মস্কোর ন্যাশনাল থিয়েটারে তিনি তোসকা শিরোনামে অপেরা পরিচালনা করেন। এটি ছিল মস্কোয় কোন চীনা সংগীত পরিচালকের প্রথম পরিবেশনা। শ্রোতা দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পান তিনি।
২০২২ সালে চাং বয়সের ভারে দুর্বল স্বাস্থ্য নিয়েও তার ছাত্রী উ লিংফানের সঙ্গে একটি অপেরা পরিচালনা করেন। সেটি ছিল বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ভার্ডির মাস্টারপিস লা ট্রাভিয়াতার চায়নিজ সংস্করণ।
দেশে বিদেশে অসংখ্যবার অনেক অপেরা পরিচালনা করেছেন তিনি। পাশ্চাত্য ক্লাসিকাল সংগীতকে চীনে জনপ্রিয় করার ক্ষেত্রে চাং সিয়াওইংকে আইকন বলে মনে করা হয়।
বয়সকে হার মানিয়ে এখনও কাজ করে চলেছেন চির তরুণ জীবন্ত কিংবদন্তি চাং সিয়াওইং।