বাংলা

আকাশ ছুঁতে চাই ৫

CMGPublished: 2023-02-16 19:42:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. জীবন্ত কিংবদন্তি চাং সিয়াওইং

২. করোনা শিখিয়েছে অনেক কিছু

৩. একজন অগ্রদূত ইয়ুয়ে সাই কান

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

বয়স যাকে হার মানাতে পারেনি এমনই একজন নারী চাং সিয়াওইং। তিনি চীনের প্রথম নারী সিম্ফনি পরিচালক । ৯৩ বছর বয়সে এখনও তিনি অর্কেস্ট্রা পরিচালনা করছেন তারুণ্যের শক্তি ও উদ্দীপনায়। চলুন এই অসামান্য শিল্পীর কথা শুনি।

জীবন্ত কিংবদন্তি চাং সিয়াওইং

চাং সিয়াওইং। বয়স তার এখন ৯৩ বছর। এই বয়সেও তিনি সাফল্যের সঙ্গে অর্কেস্ট্রা পরিচালনা করছেন।

চীনের প্রথম নারী সিম্ফনি পরিচালক চাং। ক্ল্যাসিকাল সংগীতকে জনপ্রিয় করার জন্য দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে চলেছেন সংগীতজ্ঞ চাং।

সংগীতের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন চাং।

তিনি বলেন, ‘সংগীত হয়তো গল্প বলার জন্য খুব উপযুক্ত মাধ্যম নয়। কিন্তু সংগীত আপনার হৃদয়ের তন্ত্রীতে নাড়া দিতে পারে,কল্পনার স্ফুলিংগকে জ্বালিয়ে তুলতে পারে, শান্তি দিতে পারে, আপনাকে সঙ্গ দিতে পারে এবং আত্মার পুষ্টিসাধন করতে পারে। তাহলে সংগীতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বাধা কোথায়?

চাং সিয়াওইংয়ের জন্ম সাংহাই মহানগরে ১৯৩০ এর দশকে। পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে পাশ করেন তিনি। সেসময় চীনের মহান বিপ্লব শুরু হয়। তিনি মধ্য সমভূমি অঞ্চলের মুক্ত এলাকায় চলে যান। তিনি দেশের প্রতি কর্তব্য পালনে সেনাবাহিনীতে যোগ দেন। সেনা বাহিনীর কঠিন জীবনে তিনি পার্বত্য ও গ্রামীণ এলাকার লোকজ সংগীতের সংস্পর্শে আসেন। তিনি একটি সংগীত দলে যোগ দেন।

সেখানে তিনি বেশ প্রতিভার পরিচয় দেন। ড্রাম, লোকজ বাদ্যযন্ত্র লুশাং ইত্যাদি বাজাতে শেখেন চাং।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn