আকাশ ছুঁতে চাই ৫
চীনের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় নারী ইয়ুয়ে সাই তার সাম্প্রতিক বইতে নিজের বাবার কাছ থেকে শৈশবে পাওয়া একটি শিক্ষার কথা দিয়ে লেখা শুরু করেছেন। তিনি বলেছেন তার বাবা বলেছিলেন ‘জীবনে যে পেশাতেই যাও না কেন, পাইওনিয়ার বা অগ্রদূত হওয়ার চেষ্টা করো। সে বিষয়ে প্রথম হও, পাইয়োনিয়ার হও।’
ইয়ুয়ে সাই নারীদের জন্য সাফল্যের সূত্র দিয়ে বলেছেন যে, কোন বিষয়ে এগিয়ে যাওয়া, সাহসের সঙ্গে প্রথম পদক্ষেপ নেয়াই জীবনে এগিয়ে যাওয়ার চাবিকাঠি।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রফিক বিপুল