আকাশ ছুঁতে চাই ২
এমনি একজন সাংষ্কৃতিক উত্তরাধিকারী থাশি বাদ্রো। থাশি বাদ্রোর বয়স মাত্র ১২ বছর। কিন্তু এই বয়সেই সে তিব্বতের ঐতিহ্যবাহী সিয়ানচি নৃত্যে পারদর্শিতা অর্জন করেছে। চীনের সিচুয়ান প্রদেশের কানচি এলাকার বাথাং নামক স্থানে বসবাস করেন তিব্বতি জাতির বেশ অনেকজন মানুষ। এখানে তারা তিব্বতি জাতির সংস্কৃতির চর্চা করেন। এই এলাকার পর্যটন আকর্ষণের অন্যতম কারণ হলো তিব্বতি জাতির সাংস্কৃতিক পরিবেশনা। বাথাং এলাকায় বসবাসকারী তিব্বতি জাতির একটি বিশেষ ধরনের নৃত্য কৌশল হলো সিয়ানচি নাচ। এক হাজার বছর ধরে এই নাচের ঐতিহ্য বহন করছেন বাথাং এলাকার তিব্বতি জনগোষ্ঠীর মানুষ।
তিব্বতি জাতির কিশোরী মেয়ে থাশি বাদ্রো তার মায়ের কাছ থেকে শিখেছেন সিয়ানচি নাচ। ক্ষুদে এই শিল্পী যখন অত্যন্ত দক্ষতার সঙ্গে তার নাচ পরিবেশন করে তখন দর্শকরা মুগ্ধ হয়। আশপাশের তুষার ঢাকা পাহাড়েও যেন বেজে ওঠে নৃত্যের ধ্বনি।
থাশি বাদ্রোর মতো নতুন প্রজন্মের শিল্পীরা কালচারাল ইনহেরিটর হিসেবে কাজ করছেন। তারা নিজেদের জাতির সংস্কৃতিকে রক্ষা করছেন এবং তাকে ধারণ করে পৌছে দিচ্ছেন প্রজন্মান্তরে।
পরিবেশ রক্ষায় কাজ করছেন তরুণী ইয়ান হুয়ানহুয়ান
সুপ্রিয় শ্রোতা, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় কয়েক মাস আগে। এই কংগ্রেসে অংশ নেন দেশের সকল পর্যায়ের কর্মীরা এমনি একজন কর্মী ইয়ান হুয়ানহুয়ান। এই তরুণী নারী পরিবেশ রক্ষায় কাজ করে চলেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসে সারা চীন দেশ থেকে অংশ নিয়েছেন অনেক প্রতিনিধি যাদের মধ্যে ছিলেন অনেক নারী। এরা নিজের নিজের ক্ষেত্রে দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখায় ন্যাশনাল কংগ্রেসে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এমনি একজন তরুণী প্রতিনিধি ছিলেন ইয়ান হুয়ানহুয়ান। তিনি কংগ্রেসে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন।