আকাশ ছুঁতে চাই ২
কী আছে এবারের পর্বে
১. লিন সিয়াওপাই
২. তিব্বতি মেয়ে থাশি
৩. পরিবেশ রক্ষায় কাজ করছেন তরুণী ইয়ান হুয়ানহুয়ান
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী ও শিশুর অধিকার নিয়ে।
লিন সিয়াওপাই এক স্বপ্ন অভিযাত্রী নারী
অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এমন একজন নারীরে বিষয়ে যিনি নিজের ভালোলাগাকে গুরুত্ব দিয়ে নিশ্চিন্ত জীবনের মোহ ত্যাগ করেছেন। পরে সফলও হয়েছেন। শুনুন স্বপ্ন অভিযাত্রী নারী লিন সিয়াও পাইয়ের কথা।
লিন সিয়াওপাই হলেন এমন এক ধরনের নারী যিনি নিজের স্বপ্নকে সফল করতে এবং নিজের ভালোলাগাকে প্রাধান্য দিতে বড় ধরনের ঝুঁকি নিতেও ভয় পান না। তিনি একের পর এক উদ্যোগ নিয়েছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। অনেক সময় ও অর্থের অপচয় করেছেন। তবে এখন তিনি সফল।
লিন সিয়াওপাইয়ের বয়স এখন ৩৬ বছর। সিচুয়ান প্রদেশের রাজধানী ছাংতু শহরে তার জন্ম। ২০০৮ সালে তিনি ছাংতু বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে গ্র্যাজুয়েশন করেন। এরপর তিনি ছাংতুর একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি নেন।সাংহাইয়ের একটি বড় ট্রেডিং কোম্পানিতে চাকরি করেন। আবার সুচৌর অন্য একটি প্রতিষ্ঠানেও চাকরি করেন। তিনি ছিলেন অস্থির স্বভাবের। প্রায়ই চাকরি ছেড়ে দিতেন। নানচোং শহরের একটি ব্যাংকেও চাকরি করেন লিন। ২০১৪ সালে এই চাকরিটিও ছাড়েন তিনি।
লিন সিয়াওপাই বলেন, “ ব্যাংকে চাকরি নেয়ার কয়েক মাস পরেই আমার মনে হলো এই জীবন আমার জন্য নয়। আমি ভালো বেতন পেতাম। কিন্তু মনে হচ্ছিল যে চাকরিটি খুব একঘেয়ে এবং কাজের চাপও খুব বেশি।’
এই সময় তার দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় এবং সেটা ডিভোর্সে গড়ায়।