আকাশ ছুঁতে চাই ২
ইয়ান হুয়ানহুয়ান কমিউনিস্ট পার্টির একজন কর্মী। তিনি পরিবেশ সুরক্ষার জন্য কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে তিনি পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। গ্র্যাজুয়েশনের পর তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষামূলক বিভাগে কাজ শুরু করেন।
তিনি বলেন, ‘অনেক বছরের প্রযুক্তিগত আবিষ্কার ও গবেষণার ফলে আমাদের দল একটি নতুন ধরনের কেমিকেল বের করেছে যা বর্জ্য পানি পরিশোধনে ব্যবহার করা হয়। এটি আগের কেমিকেলটির চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব।
কোম্পানি ইয়ানের এই কাজের স্বীকৃতিস্বরূপ তার নামে একটি ইনোভেশন ওয়ার্কশপ স্থাপন করেছে। এখানে ইয়ানের মতো অন্য তরুণ কর্মীরা পরিবেশ রক্ষায় কাজ করছেন।
৩৫ বছর বয়সী ইয়ান বলেন, ‘আমি চীনের পরিবেশ সুরক্ষা এবং সবুজ উন্নয়নে নিজের অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখতে চাই।’
চীনের সর্বশেষ ন্যাশনাল কংগ্রেসে একজন তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিতে পেরে তিনি গৌরব বোধ করেন। তিনি তৃণমূল পর্যায়ের শ্রমিকদের প্রতিনিধিত্ব করেছেন।
ইয়ান বলেন, ‘আমি মনে করি আমার দায়িত্ব অনেক। পরিবেশবান্ধব উন্নয়নে সকলের অংশগ্রহণ দরকার। এটি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সবুজ সভ্যতা গড়ে তুলবে।’
ইয়ান মনে করেন পরিবেশ রক্ষায় যুবসমাজের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব উন্নয়নই হলো ইয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হ্যালো চায়না অনুষ্ঠানে। অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রফিক বিপুল