আকাশ ছুঁতে চাই ১০৬
এখানে প্রথম স্থানে আছেন কু আইলিং। এই নারী ফ্রিস্টাইল স্কিয়িং ক্রীড়াবিদ বেইজিং শীতকালীন অলিম্পিকে নারীদের বিগ এয়ার এবং হাফ পাইপ ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন। স্লপস্টাইলে তিনি রৌপ্য জয় করেন। তিনি প্রথম ফ্রি স্টাইল স্কিয়ার যিনি একই উইন্টার অলিম্পিকে তিন ইভেন্টে তিনটি পদক পান। কু আইলিং এ বছর প্রবল জনপ্রিয়তাও পান।
আছেন শু মংথাও। এই নারী ক্রীড়াবিদ মেয়েদের ফ্রিস্টাইল স্কিয়িংয়ে অলিম্পিকে স্বর্ণজয় করেন।
আছেন সুই ওয়েনচিয়াং এবং হান ছোং। এই জুটি বেইজিং অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে শিরোপা জয় করেন।
আছেন ইয়াং হোংছিয়ং। এই নারী ক্রীড়াবিদ বেইজিং প্যারালিম্পিকে স্প্রিন্ট, মিডল এবং লং ডিসটেন্সে স্কিয়িংয়ে স্বর্ণ জয় করেন। তিনি বেইজিং উইন্টার প্যারালিম্পিকে পতাকাও বহন করেন।
আছেন নারী টেনিস তারকা চাং ছিনওয়েন। তিনি ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনে র্যাংকিংয়ে এগিয়ে খ্যাতি পেয়েছেন।
চাং ওয়েইলি । এই নারী মার্শাল আর্টিস্ট চীনের প্রথম ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয় করেছেন। সাবেক চ্যাম্পিয়ন কার্লা এস্পার্জাকে হারিয়ে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ -ইউএফসি চ্যাম্পিয়ন হন চীনের মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ ফাইটার এই তারকা অ্যাথলিট। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে জয়লাভের মাধ্যমে পুনরায় ইউএফসির সম্রাজ্ঞী হিসেবে নিজের নাম লেখান চাং ওয়েইলি। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ইউএফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এই চীনা তরুণী।