বাংলা

আকাশ ছুঁতে চাই ১০৬

CMGPublished: 2022-12-29 17:45:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ বছর নারী উদ্যোক্তারা মহামারী কাটিয়ে নতুন প্রেরণায় নিজেদের কাজ এগিয়ে নিয়ে যান। বেশ কয়েকটি ক্ষুদ্র ও বৃহৎ মেলায় অংশ নেন নারী উদ্যোক্তারা।

বছরের শুরুর দিকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনবছরের জন্য তার এই নিয়োগ বাংলাদেশের নারীদের জন্য গৌরবের।

বিদায়ী বছরটি চীনের নারীদের জন্য ছিল আনন্দের ও সাফল্যের। এই বছরে অনুষ্ঠিত সিপিসি ২০তম জাতীয় কংগ্রেসে সারা চীন থেকে আসা প্রতিনিধিদের মধ্যে নারী প্রতিনিধির সংখ্যা আগের তুলনায় বেড়েছে। ২০১৭ সালের ১৯তম সিপিসি জাতীয় কংগ্রেসের তুলনায় নারী প্রতিনিধির সংখ্যা ২.৮ শতাংশ বেড়েছে। ৬১৯ জন নারী প্রতিনিধি যোগ দেন এবারের কংগ্রেসে যা মোটের ২৭ শতাংশ।

মহাকাশে নারীর অভিযানও ছিল সাফল্যের এক উল্লেখযোগ্য ঘটনা। চীনের নারী নভোচারী ওয়াং ইয়াপিং এবং চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং মহাকাশ মিশনে সাফল্যের রেকর্ড গড়েন। চীনের মহাকাশ স্টেশন থিয়ানকুং এর নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে কাজে অংশ নেন ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াং। মহাকাশে দীর্ঘদিন থাকার রেকর্ডও গড়েন ওয়াং ইয়াপিং। চীনের স্পেস স্টেশনে প্রথম নারী ওয়াং ইয়াপিং মিডিয়ায় অনেক জনপ্রিয়তাও পান।

ক্রীড়াক্ষেত্রে এ বছর চীনের নারীরা দেশের জন্য অনেক গৌরব বয়ে আনেন। এশিয়ান কাপ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় চীনা দল। ২০২২ সালে চীনের সেরা দশ অ্যাথলিটের একটি তালিকা প্রকাশিত হয় সম্প্রতি। এই তালিকায় সাতটি স্থানই চলে যায় নারীদের দখলে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn