বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৯

CMGPublished: 2022-06-23 19:26:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থাং শিই বলেন, ‘ প্রাচ্যের শিল্প সুরক্ষিত। ঐতিহ্যবাহী চায়নিজ নাচ অন্যান্য নৃত্য ঘরানা থেকে আলাদা। উদাহরণস্বরূপ ব্যালের কথা বলা যায়। ব্যালেতে রয়েছে উন্মুক্ত ভাব ও দৃঢ়তা। ঐতিহ্যবাহী চীনা নৃত্যের রয়েছে আলাদা মেজাজ। চীনা নৃত্যে নিয়ন্ত্রণটা খুব জরুরি। নিজের শক্তি ও আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দরকার। গতি ও মুদ্রার উপর যথাযথ নিয়ন্ত্রণটা খুব জরুরি। ’

থাং শিই অনেকগুলো নৃত্যনাট্যে অংশ নেওয়ার পর নতুন কিছু দিতে চান। তিনি চীনের প্রাচীন থাংরাজবংশের সময়কার তিনটি থাং কবিতা থেকে নতুন নাটকের বিষয়বস্তু বেছে নেন। এই নাটকে তিনি ঐতিহ্যের সঙ্গে আধুনিক ভাবধারাও নিয়ে আসেন। আধুনিক এক্সপ্রেশন যোগ করেন।

তিনি জানান, ‘ ডজনখানেক চরিত্রে অভিনয়ের পর আমি ভাবতে শুরু করি যে এই চরিত্রগুলোর মধ্য দিয়ে আমি কি বলতে চেয়েছি? কোথায় পৌছাতে চেয়েছি? সেই সময় আমার শিক্ষক আমার প্রথম একক নৃত্যনাট্যে সহযোগিতা করেন। ‘দ্য ফ্লোয়িং ডান্স ফ্রম থাং পোয়েট্রি’ নামের নৃত্যনাট্যে নতুন ব্যঞ্জনা আসে অভিনয়ে।’

নৃত্যশিল্পে থাং নতুন নতুন উদ্ভাবন নিয়ে এসেছেন। আন্তর্জাতিক মঞ্চে ঐতিহ্যবাহী চীনা নৃত্যকে তুলে ধরাই থাং শিই’র প্রত্যাশা।

অর্থ সচিব পদে প্রথম নারী

সুপ্রিয় শ্রোতা প্রথমবারের মতো বাংলাদেশের অর্থসচিবের দায়িত্ব পেয়েছেন একজন নারী। এই কৃতী নারীর নাম ফাতিমা ইয়াসমিন । এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফাতিমা । তিনি অর্থ সচিবের পদে নিয়োগ পাওয়ায় ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান। এই দুই কৃতী নারী সম্পর্কে রয়েছে প্রতিবেদন।

সম্প্রতি বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। একই সঙ্গে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পাশ করে ফাতিমা ১৯৯১ সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। এর আগে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি একই মন্ত্রণালয়ে প্রথম নারী সচিব হিসেবে যোগ দেন ফাতিমা। তার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন তিনি। এদিকে,ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান।

দেশের গুরুত্বপূর্ণ দুটি পদে নারীদের নিয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরো এগিয়ে গেল বাংলাদেশ।

এগিয়ে যাচ্ছেন ব্রিকস নারীরা

বিশ্ব এখন এগিয়ে চলছে বিভিন্ন দেশের পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে গড়ে উঠেছে ব্রিকস।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রিকস উইমেন’স লিডারশিপ ফোরাম ২০২২। এখানে ব্রিকস দেশগুলো থেকে উদ্ভাবনী প্রতিযোগিতায় বিজয়ী নারীদের সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত প্রতিবেদনে।

ব্রিকস দেশসমূহের নারী উদ্যোক্তা ও নারীদের উদ্ভাবন নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পাঁচটি দেশ থেকে পাঠানো হয় মনোনয়ন। বেইজিংয়ে অনুষ্ঠিত ব্রিকস উইমেন’স লিডারশিপ ফোরামে প্রতিযোগিতায় বিজয়ী নারীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা।

ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্স এর রোটেটিং চেয়ারপারসন চাও হাইইং বলেন,

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn