বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৯

CMGPublished: 2022-06-23 19:26:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘এই প্রতিযোগিতায় দেখা গেছে ব্রিকস দেশগুলো নারীদের পেশা ও উদ্ভাবনী ক্ষমতার উপর অনেক গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে ব্রিকস এর সহযোগিতামূলক সম্পর্কেও নতুন গতি সঞ্চার হয়েছে। ’

উদ্ভাবন, উদ্যোগ এবং জনস্বাস্থ্যে চমকপ্রদ অবদান রাখা নারীদের সম্মাননা দেয়া হয়। এরমধ্যে ১৫ জন পেয়েছেন ‘মুলান অ্যাওয়ার্ড’। কোভিড ১৯ প্যানডেমিকের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ অবদান রাখায় পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

গত বছরের ২০৭টি মনোনয়নের প্রায় দ্বিগুণ মনোনয়ন এসেছে এবার। ৪৪৯টি মনোনয়নের মধ্যে ১০৬ জন চীনের, ৯৮ ব্রাজিলের, ৯১ রাশিয়ার, সাউথ আফ্রিকার ৮৪ এবং ভারতের ৭০ জন নারী মনোনয়ন পেয়েছেন।

মুলান অ্যাওয়ার্ড বিজয়ী একজন নারী ওয়াং ইয়াং। তিনি বলেন, ‘এবারের বেশিরভাগ বিজয়ী এসেছেন বিভিন্ন ক্ষেত্র থেকে। যেমন চীনের তিনজন বিজয়ীর একজন চূড়ান্ত পরিবেশগত গবেষণায় আছেন, একজন জাতীয় সাংস্কৃতিক ক্ষেত্র থেকে এসেছেন এবং আমি নারী উদ্যোক্তা। ’

এই ফোরামে ব্রিকস বিজনেস অ্যালায়েন্স ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২২ প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে দেখা গেছে ব্রিকস দেশসমূহে নারীদের উন্নয়ন ঘটছে বিভিন্ন ক্ষেত্রে।

রিপোর্টে আরও বলা হয়েছে ব্রাজিলে নারীদের শ্রমশক্তি এবং উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবস্থাপনা ক্ষেত্রে সাউথ আফ্রিকার নারীদের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং চীনে ডিজিটাল অর্থনীতিতে নারীর অংশগ্রহণ তাদের দারিদ্র্য থেকে মুক্তিতে সহায়তা করছে।

ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্সের চীনা পরিচালক ওয়াং শুথোং বলেন, ‘ ডিজিটাল অর্থনীতি এবং ই কমার্স বিশ্বজুড়ে নারীদের উদ্যোক্তা এবং কর্মসংস্থানে অমিত সম্ভাবনা এনে দিয়েছে।ব্রিকস দেশগুলোর পরিচালক এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ডিজিটাল বাণিজ্যে চীন বছরের পর বছর ধরে সঞ্চিত অভিজ্ঞতাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতিকে ব্যবহার করে নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করছে’।

ব্রিকস দেশগুলোতে নারীরা স্বেচ্ছায় কম সন্তানের জন্ম দিয়ে নিজেদের কর্মশক্তিকে কাজে লাগাচ্ছেন। তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ছে। নারীর স্বাস্থ্য, শিক্ষা এবং পেশাগত উন্নয়নে ব্রিকস দেশগুলোর বিনিয়োগ নারীদের জন্য উপকার বয়ে আনার ক্ষেত্রে পারস্পরিক সংহতিকে শক্তিশালী করছে।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

অর্থ সচিব পদে প্রথম নারী, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

নৃত্যনাট্যে মঞ্চে আলো ছড়ান থাং এবং এগিয়ে যাচ্ছেন ব্রিকস নারীরা প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn