বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৯

CMGPublished: 2022-06-23 19:26:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই ৭৯

কী থাকছে এবারের পর্বে

১. সাক্ষাৎকার: অনলাইনে খাবার সরবরাহ করে সফল ফেরদৌসী মাহমুদ

২. নৃত্যনাট্যে মঞ্চে আলো ছড়ান থাং

৩. অর্থ সচিব পদে প্রথম নারী

৪. এগিয়ে যাচ্ছেন ব্রিকস নারীরা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

অনলাইনে খাবার সরবরাহ করে সফল ফেরদৌসী মাহমুদ

সাক্ষাৎকার:

নারী পুরুষ সকলেরই রয়েছে বিভিন্ন রকম শখ। শখকে পেশায় পরিণত করে নিজের এবং অন্য অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছেন ফেরদৌসী মাহমুদ। তিনি একাধারে একজন রন্ধনশিল্পী, উদ্যোক্তা এবং কবি। বাংলাদেশে অনলাইনে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুড পান্ডার সঙ্গে আফতাবনগর এলাকার পার্টনার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

ফেরদৌসী মাহমুদের শখ ছিল রান্নাবান্না। তিনি বিভিন্ন রকম রান্না ও আচার, জেলি ইত্যাদি তৈরিতে পারদর্শী। এই শখকে পেশায় পরিণত করেন ফেরদৌসী। তিনি বাংলাদেশের অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুড পান্ডার সঙ্গে যোগ দেন। প্রথমে থাই ও চায়নিজ খাবার সরবরাহ করতেন। এরমধ্যে কোভিডে আক্রান্ত হওয়ায় কাজ বন্ধ করতে বাধ্য হন। সুস্থ হয়ে শুরু করেন খিচুড়ি এবং ভর্তা ভাজি সরবরাহের কাজ।

বর্তমানে তিনি ৫৫ আইটেমের ডিশ সরবরাহ করেন। তার ভর্তাভাজি এবং খিচুড়ি বেশ জনপ্রিয়তা পায়। তিনি সালাদের বদলে আচার দেন। এতে আলাদাভাবে তার আচারেরও কাটতি বাড়ে। তার নিজস্ব বুটিকসও রয়েছে। অনলাইন পেজের মাধ্যমে তিনি নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করেন। তিনি শুধু নিজেই আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হননি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার প্রতিষ্ঠানে এখন প্রায় ১২জন নারী কর্মী রয়েছেন।

ফেরদৌসী মাহমুদ লেখক হিসেবেও সুপ্রতিষ্ঠিত। তিনি কবিতা ও গল্প লেখেন। ৫টি কবিতার বইসহ তার রয়েছে ১৩টি বই। তিনি লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন(PEN) এর বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ। তিনি বাংলাদেশ নারী লেখক সোসাইটিরও সাবেক সভাপতি।

ফেরদৌসী মাহমুদ মনে করেন, তার প্রধান চ্যালেঞ্জ হলো সব কাজ সুচারুভাবে ও দায়িত্ব নিয়ে করা। কারণ এলোমেলোভাবে অনেক কাজ করেও লাভ নেই। বরং দক্ষতার সঙ্গে প্রতিটি কাজ করতে হবে এবং দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে।

ফেরদৌসী মাহমুদ ২০০৬ সালে চীন ভ্রমণ করেন। সেসময় তিনি কুনমিংয়ের স্টোন ফরেস্ট এবং প্রজাপতি পার্ক দেখে মুগ্ধ হন। চীনের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও তাকে মুগ্ধ করে।

নৃত্যনাট্যে মঞ্চে আলো ছড়ান থাং

চীনের ঐতিহ্যবাহী নৃত্যনাট্য পরিবেশন করে দীর্ঘদিন ধরে মঞ্চ মাতাচ্ছেন শিল্পী থাং শি-ই । চীনের জাতীয় অপেরা এবং নৃত্যনাট্য থিয়েটারের প্রধান নৃত্যশিল্পী তিনি। ঐতিহ্যবাহী নৃত্যশৈলীতে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। চলুন এই কৃতী শিল্পী সম্পর্কে শোনা যাক একটি প্রতিবেদন।

বেইজিংয়ের ন্যাশনাল অপেরা অ্যান্ড ডান্স ড্রামা থিয়েটার। মঞ্চে জাদুকরী পরিবেশনায় দর্শককে মুগ্ধ করছেন এই থিয়েটারের প্রধান নৃত্যশিল্পী থাং শিই। এই শিল্পী তার নৃত্যকুশলতা এবং নমনীয় শক্তিময় ভঙ্গিমায় অগণিত দর্শককে জয় করেছেন। থাংয়ের কাছে নাচ হলো ক্রমাগত নিজেকে বদলে ফেলা।

থাং শিই বলেন, ‘তুমি কি কর সেটা বড় কথা নয়, যখনি তুমি আলোকিত হবে তখন সবকিছু অর্থবহ হবে। আমার কাছে মনে হয়, মঞ্চে আগমনের আগে গুণগত মান বাড়ানোর প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে।’

থাং অনেক ছোটবেলা থেকেই নাচের জগতে প্রবেশ করেন। তার প্রতিভা তাকে সতীর্থদের মধ্য থেকে আলাদাভাবে চিহ্নিত করে। তিনি নৃত্যশিক্ষায় প্রবেশ পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর নিয়ে বেইজিং ডান্স একাডেমিতে ভর্তি হন। তিনি ঐতিহ্যবাহী প্রাচীন নৃত্যনাট্য শিল্পী হয়ে ওঠেন তার দীর্ঘ চর্চার মাধ্যমে।

থাং শিই বলেন, ‘ প্রাচ্যের শিল্প সুরক্ষিত। ঐতিহ্যবাহী চায়নিজ নাচ অন্যান্য নৃত্য ঘরানা থেকে আলাদা। উদাহরণস্বরূপ ব্যালের কথা বলা যায়। ব্যালেতে রয়েছে উন্মুক্ত ভাব ও দৃঢ়তা। ঐতিহ্যবাহী চীনা নৃত্যের রয়েছে আলাদা মেজাজ। চীনা নৃত্যে নিয়ন্ত্রণটা খুব জরুরি। নিজের শক্তি ও আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দরকার। গতি ও মুদ্রার উপর যথাযথ নিয়ন্ত্রণটা খুব জরুরি। ’

থাং শিই অনেকগুলো নৃত্যনাট্যে অংশ নেওয়ার পর নতুন কিছু দিতে চান। তিনি চীনের প্রাচীন থাংরাজবংশের সময়কার তিনটি থাং কবিতা থেকে নতুন নাটকের বিষয়বস্তু বেছে নেন। এই নাটকে তিনি ঐতিহ্যের সঙ্গে আধুনিক ভাবধারাও নিয়ে আসেন। আধুনিক এক্সপ্রেশন যোগ করেন।

তিনি জানান, ‘ ডজনখানেক চরিত্রে অভিনয়ের পর আমি ভাবতে শুরু করি যে এই চরিত্রগুলোর মধ্য দিয়ে আমি কি বলতে চেয়েছি? কোথায় পৌছাতে চেয়েছি? সেই সময় আমার শিক্ষক আমার প্রথম একক নৃত্যনাট্যে সহযোগিতা করেন। ‘দ্য ফ্লোয়িং ডান্স ফ্রম থাং পোয়েট্রি’ নামের নৃত্যনাট্যে নতুন ব্যঞ্জনা আসে অভিনয়ে।’

নৃত্যশিল্পে থাং নতুন নতুন উদ্ভাবন নিয়ে এসেছেন। আন্তর্জাতিক মঞ্চে ঐতিহ্যবাহী চীনা নৃত্যকে তুলে ধরাই থাং শিই’র প্রত্যাশা।

অর্থ সচিব পদে প্রথম নারী

সুপ্রিয় শ্রোতা প্রথমবারের মতো বাংলাদেশের অর্থসচিবের দায়িত্ব পেয়েছেন একজন নারী। এই কৃতী নারীর নাম ফাতিমা ইয়াসমিন । এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফাতিমা । তিনি অর্থ সচিবের পদে নিয়োগ পাওয়ায় ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান। এই দুই কৃতী নারী সম্পর্কে রয়েছে প্রতিবেদন।

সম্প্রতি বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। একই সঙ্গে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পাশ করে ফাতিমা ১৯৯১ সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। এর আগে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি একই মন্ত্রণালয়ে প্রথম নারী সচিব হিসেবে যোগ দেন ফাতিমা। তার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন তিনি। এদিকে,ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান।

দেশের গুরুত্বপূর্ণ দুটি পদে নারীদের নিয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরো এগিয়ে গেল বাংলাদেশ।

এগিয়ে যাচ্ছেন ব্রিকস নারীরা

বিশ্ব এখন এগিয়ে চলছে বিভিন্ন দেশের পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে গড়ে উঠেছে ব্রিকস।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রিকস উইমেন’স লিডারশিপ ফোরাম ২০২২। এখানে ব্রিকস দেশগুলো থেকে উদ্ভাবনী প্রতিযোগিতায় বিজয়ী নারীদের সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত প্রতিবেদনে।

ব্রিকস দেশসমূহের নারী উদ্যোক্তা ও নারীদের উদ্ভাবন নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পাঁচটি দেশ থেকে পাঠানো হয় মনোনয়ন। বেইজিংয়ে অনুষ্ঠিত ব্রিকস উইমেন’স লিডারশিপ ফোরামে প্রতিযোগিতায় বিজয়ী নারীদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা।

ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্স এর রোটেটিং চেয়ারপারসন চাও হাইইং বলেন,

‘এই প্রতিযোগিতায় দেখা গেছে ব্রিকস দেশগুলো নারীদের পেশা ও উদ্ভাবনী ক্ষমতার উপর অনেক গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে ব্রিকস এর সহযোগিতামূলক সম্পর্কেও নতুন গতি সঞ্চার হয়েছে। ’

উদ্ভাবন, উদ্যোগ এবং জনস্বাস্থ্যে চমকপ্রদ অবদান রাখা নারীদের সম্মাননা দেয়া হয়। এরমধ্যে ১৫ জন পেয়েছেন ‘মুলান অ্যাওয়ার্ড’। কোভিড ১৯ প্যানডেমিকের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ অবদান রাখায় পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

গত বছরের ২০৭টি মনোনয়নের প্রায় দ্বিগুণ মনোনয়ন এসেছে এবার। ৪৪৯টি মনোনয়নের মধ্যে ১০৬ জন চীনের, ৯৮ ব্রাজিলের, ৯১ রাশিয়ার, সাউথ আফ্রিকার ৮৪ এবং ভারতের ৭০ জন নারী মনোনয়ন পেয়েছেন।

মুলান অ্যাওয়ার্ড বিজয়ী একজন নারী ওয়াং ইয়াং। তিনি বলেন, ‘এবারের বেশিরভাগ বিজয়ী এসেছেন বিভিন্ন ক্ষেত্র থেকে। যেমন চীনের তিনজন বিজয়ীর একজন চূড়ান্ত পরিবেশগত গবেষণায় আছেন, একজন জাতীয় সাংস্কৃতিক ক্ষেত্র থেকে এসেছেন এবং আমি নারী উদ্যোক্তা। ’

এই ফোরামে ব্রিকস বিজনেস অ্যালায়েন্স ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২২ প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে দেখা গেছে ব্রিকস দেশসমূহে নারীদের উন্নয়ন ঘটছে বিভিন্ন ক্ষেত্রে।

রিপোর্টে আরও বলা হয়েছে ব্রাজিলে নারীদের শ্রমশক্তি এবং উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবস্থাপনা ক্ষেত্রে সাউথ আফ্রিকার নারীদের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং চীনে ডিজিটাল অর্থনীতিতে নারীর অংশগ্রহণ তাদের দারিদ্র্য থেকে মুক্তিতে সহায়তা করছে।

ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্সের চীনা পরিচালক ওয়াং শুথোং বলেন, ‘ ডিজিটাল অর্থনীতি এবং ই কমার্স বিশ্বজুড়ে নারীদের উদ্যোক্তা এবং কর্মসংস্থানে অমিত সম্ভাবনা এনে দিয়েছে।ব্রিকস দেশগুলোর পরিচালক এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ডিজিটাল বাণিজ্যে চীন বছরের পর বছর ধরে সঞ্চিত অভিজ্ঞতাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়ে ডিজিটাল অর্থনীতিকে ব্যবহার করে নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করছে’।

ব্রিকস দেশগুলোতে নারীরা স্বেচ্ছায় কম সন্তানের জন্ম দিয়ে নিজেদের কর্মশক্তিকে কাজে লাগাচ্ছেন। তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ছে। নারীর স্বাস্থ্য, শিক্ষা এবং পেশাগত উন্নয়নে ব্রিকস দেশগুলোর বিনিয়োগ নারীদের জন্য উপকার বয়ে আনার ক্ষেত্রে পারস্পরিক সংহতিকে শক্তিশালী করছে।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

অর্থ সচিব পদে প্রথম নারী, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

নৃত্যনাট্যে মঞ্চে আলো ছড়ান থাং এবং এগিয়ে যাচ্ছেন ব্রিকস নারীরা প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn