আকাশে ছুঁতে চাই(২২)-সফল হতে হলে সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে-China Radio International
১৯৮৪ সালে চায়নিজ গার্লস দাবায় চ্যাম্পিয়ন হন এবং ১৯৮৮ সালে এশিয়ান জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন শিপের খেতাব পান। ১৯৯১ সালে মাত্র ২০ বছর বয়সে ওম্যান’স ওয়ার্ল্ড খেতাব জয় করেন সিয়ে চুন। ১৯৯৪ সালে তিনি পূর্ণাঙ্গ গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন। তিনি ছিলেন এ খেতাব অর্জনকারী ষষ্ঠ নারী।
তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৯ থেকে ২০০১ পযন্ত নারী বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। তিনি পুরুষ বিশ্বচ্যাম্পিয়ন আনাতলি কারপভের বিরুদ্ধেও খেলেছেন ।
২০০৪ সালে তাকে ইন্টারন্যাশনাল আরবিটার খেতাব দেয়া হয় এবং তিনি ফিডের সিনিয়র ট্রেনার। ১৯৯৮ সালে চীনের নারী দল রাশিয়ায় অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় করে। এই জয়ে সিয়ে চুনের ব্যাপক অবদান ছিল।
সিয়ে চুন বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে ডক্টোরেট ডিগ্রি অর্জন করেন।
সিয়ে চুন চীনে যেমন নারীদের জন্য আইকন তেমনি এশিয়ার অন্য দেশেও তিনি নারীদের দাবা খেলায় অনুপ্রেরণাস্বরূপ।
সুপ্রিয় শ্রোতা এখন শুনবেন শিল্পী শু চিয়া ইংয়ের কন্ঠে একটি গান। গানটির শিরোনাম হলো ভুলে যাওয়ার আগে।
বিখ্যাত বাঙালি নারী
প্রীতিলতা ওয়াদ্দেদার
প্রীতিলতা ওয়াদ্দেদার উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক স্মরণীয় নাম। বিপ্লবী আন্দোলনে নারীর অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং কিংবদন্তি হলেন প্রীতিলতা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতার জন্ম ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে।